নিজেরা কাঁদলেন, অন্যদেরও কাঁদালেন
- আপডেট : ০১:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / 142
প্রিমিয়ারে এদিন হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, অভিনেতা তৌকীর আহমেদ, মোশাররফ করিম, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, নাট্যনির্মাতা শ্রাবণী ফেরদৌস, শুভ্র খান, সংগীতশিল্পী পূজা, মডেল সায়রা আক্তার জাহান প্রমুখ।
সিনেমাটি শেষ হওয়ার পর প্রায় দশ মিনিটের মত পুরো হল ছিল পিন পতন নীরব! হল থেকে বের হওয়ার সময় অধিকাংশ মানুষ ছিলেন অশ্রুসিক্ত, চোখের পানি মুছতে মুছতে বের হতে দেখা যায় তাদের।
শুধু তাই নয়, পর্দায় নিজেদের অভিনয় দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তারিক আনাম খান ও সিয়াম আহমেদ। হল থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে একে অপরকে জড়িয়ে ধরে তারা অঝোরে কাঁদতে থাকেন। তারিক আনাম সিয়ামের চোখের পানি মুছে দিয়ে তাকে দোয়া করে দেন।
নিজের প্রথম সিনেমা দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী নোভা ফিরোজও। অঝোরে কাঁদতে শুরু করেন। একে একে সামনে আসা কলাকুশলীদের জড়িয়ে কাঁদতে থাকেন। সিনেমাটি দেখা প্রত্যেক দর্শকের মন্তব্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।
বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, আবেগ, ভালোবাসা, স্নেহ ও অনুসাশনের গল্প কাঁদিয়েছে প্রত্যেক দর্শককে।
সিয়াম আহমেদ বলেন, আমরা অনেক সিনেমাই তো দেখি। এই সিনেমাটা হচ্ছে পরিবারকে নিয়ে দেখার মত। বিশেষ করে বাবাকে নিয়ে। আমি নিজেও বাবাকে নিয়ে, পরিবার নিয়ে ছবিটি দেখতে এসেছি। সবার প্রতিক্রিয়ায় বলার ভাষা হারিয়ে ফেলেছি। চোখের পানি ধরে রাখতে পারিনি।
আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।