‘এরপর থেকে আপনার নাম দেখেই সিনেমা দেখতে যাবো’
- আপডেট : ০১:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / 207
মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। শিল্পী, কলাকুশলী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন শোবিজের অনেক নির্মাতা ও তারকা। সিনেমাটি দেখার পর প্রত্যেকেই অশ্রুসিক্ত হয়েছেন, প্রশংসা করেছেন সিনেমার গল্প, নির্মাণ এবং অভিনয়ের।
দর্শকরা নির্মাতার নির্মাণের ভূয়সী প্রশংসা করে জানান, অনেক দিন পর এমন সুন্দর ছবি দেখতে পেলাম। এমন ছবি আরও অনেক বেশি নির্মাণ হওয়া উচিত। সেইসাথে কেউ কেউ এটাও জানিয়েছেন যে, চোখের পানি মোছার জন্য পরিচালকের উচিত ছিলো হলে টিস্যু রাখা।
রনি ভৌমিক বলেন, ছবিটি নিয়ে শুরু থেকেই আমি অনেক আশাবাদী ছিলাম। শিল্পী থেকে শুরু করে আমাদের পুরো টিম সততার সঙ্গে কাজটি করেছি। নিজের প্রতি এতটুকু আত্মবিশ্বাস ছিলো যে, ছবিটি দেখার পর কেউ হতাশ হবে না। শিল্পীদেরকে খুঁজবে একটু জড়িয়ে ধরার জন্য। সেইসাথে নিজের বাবাকে স্মরণ করবে। আমি এটাই চেয়েছিলাম।
তিনি আরও বলেন, ছবির শিল্পীদের পরিবারও ছবিটি দেখেছেন এসে, তারা আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে গিয়েছেন। এর চেয়ে বেশি পাওয়া আর কী হতে পারে! তৌকির আহমেদ ভাই, মোশাররফ করিম ভাই, আহসান হাবিব নাসিম ভাই কাজটির প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন। এটাও তো অনেক বড় প্রাপ্তি।
এমনও হয়েছে গতকাল একজন দর্শক চোখ মুছতে মুছতে বলে গিয়েছেন, এরপর থেকে আপনার নাম দেখেই হলে সিনেমা দেখতে যাবো। একজন নির্মাতার জন্য এরচেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে, আমার জানা নেই।
গতকাল থেকে সবার এত প্রশংসা দেখে নিজের আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে গিয়েছে। ছবির গল্পটা অচেনা নয়, আমাদের সবার চেনাজানা; কিন্ত আমি সেটিকে একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবাই ছবিটিকে সাদরে গ্রহণ করেছেন, আমি তৃপ্ত।
যারাই ছবিটি দেখেছেন, আমি চাই তারা তাদের আশেপাশের মানুষজন কিংবা পরিবারকে নিয়ে হলে আসুন এবং ছবিটি দেখুন।
আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী ৪৪ হলে মুক্তি পাচ্ছে টফি নিবেদিত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি। রায়হান খানের গল্প,সংলাপ ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজ, নিমা রহমান, সানজিদা প্রীতি, রিন্টু, মিলন ভট্টাচার্য প্রমুখ।