আকরাম ইস্যুতে মুখ খুললেন পাপন
- আপডেট : ০১:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / 163
এবার আকরাম খান ইস্যুতে কথা বললেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। বুধবার গণমাধ্যমে বিসিবি সভাপতি বলেন, প্রথম কথা হচ্ছে আমরা এখনও কমিটি কাউকে দেইনি, কমিটি তৈরি করিনি। কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল ওটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি। বিষয়ে হচ্ছে আকরাম অন্তর্বর্তীকালীন মেয়াদ চালিয়ে যাচ্ছেন। আমি গণমাধ্যমে দেখে ভেবেছিলাম বোধহয় এই সময়টায় তিনি থাকতে চাচ্ছেন না। পরে কথা বললাম, তিনি বললেন আট বছর ধরে ছিলেন, এটাতে প্রচুর কাজ। তিনি বলেছেন, এটাতে যেহেতু এত কাজ অন্য কোনোটায় দিলে তার আপত্তি নেই। তারপর বলেছেন আপনি যেটা বলেন সেটাই ফাইনাল।
নাজমুল হাসান পাপন আরোও বলেন, তিনি তার সমস্যার কথা বলেছেন। এখন যে পরিমাণ তার ইনভলবমেন্ট। বিশেষ করে বায়ো বাবলের জন্য। করোনা পরিস্থিতিতে বিষয়গুলো জটিল হয়ে গেছে। তিনি মনে করছেন তার জন্য কঠিন হবে। পরিবারকে তার সময় দিতে হবে ইত্যাদি। ২৪ তারিখে আমরা নতুন কমিটি করব।
আকরাম ইস্যুতে তিনি আরও যোগ করেন,‘প্রথম কথা হলো এটা নিয়ে আমি চিন্তাই করিনি। ছেড়ে দেয়াটা বড় কথা না। কাকে দিব এটা হল বড় কথা। একজনকে ছেড়ে দিলে আরেকজনকে দিতে হবে, এমন একজনকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। দুটোই গুরুত্বপূর্ণ। আমার কাছে কারো কোন পার্সোনালি আগ্রহ থাকলে পাঠাতে পারে। ইটস নট অনলি অপারেশন্স। যেকোনো। ওটা যে দিব বা পাব এমন গ্যারান্টি নাই। কিন্তু জাস্ট জানার জন্য। চেঞ্জ হবে এটাও বলছি না, চেঞ্জ হবে না এটাও বলছি না।’