যুক্তরাষ্ট্রে ধাওয়া খাওয়া বন্দুকধারীর গুলিতে প্রাণ গেলো ৪ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / 144
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ইউএসএ টুডের খবরে বলা হয়, আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডেনভার পুলিশের প্রধান পল প্যাজেন সাংবাদিকদের বলেন, ‘সোমবার সন্ধ্যায় যে ধারাবাহিক সহিংস অপরাধ ঘটে গেল, তার জন্য এক ব্যক্তি দায়ী।’

পুলিশ সেই ব্যক্তির নাম, পরিচয় এখনো জানায়নি। বন্দুকধারীদের গুলিতে আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।

প্যাজেন জানান, স্থানীয় সময় বিকেল ৫টায় বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা এবং এক পুরুষকে আহত করেন। তারপর তিনি গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পথে ইস্ট ডেনভারে চিজম্যান পার্কে তিনি আরেক ব্যক্তিকে গুলি করেন। তারপর ডেনভারের পশ্চিম দিকে গিয়ে আবার গুলি চালান। তবে তখন গুলি কারো গায়ে লাগেনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে ১২১টি বন্দুক থাকে। সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে- এমন দেশের তালিকায় শীর্ষে দেশটি।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার মতো পৈশাচিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে সংবাদমাধ্যমে খবর আসে। এ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং এর প্রদর্শনকে নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে দেশটির বিভিন্ন সংগঠন। অধিকাংশ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের তাতে সায়ও ছিল।

সেখান থেকে সরে যাওয়ার সময় তাকে অনুসরণরত পুলিশের ওপরও গুলি চালান ওই বন্দুকধারী। তারপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।

লকউডের পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারী গাড়ি থেকে নেমে দৌড়ে এক হোটেলে ঢুকে এক কর্মীকে গুলি করেন। পুলিশ এলে এক পুলিশ কর্মকর্তাকেও গুলিতে আহত করেন এবং তারপর পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন।

এর আগে গত মে মাসে কলোরাডোর স্প্রিংসে এক পার্টিতে নিজের গার্লফ্রেন্ডসহ পাঁচজনকে আহত করে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সি যুবক টিওডোরো ম্যাসিয়াস।

ডেনভার থেকে ১১০ কিলোমিটার দূরের ওই ঘটনার আগে প্রায় ৪৫ কিলোমিটার দূরের বৌল্ডারে ঘটেছিল আরও ভয়াবহ ঘটনা। মার্চ মাসের সে ঘটনায় ২২ বছর বয়সী আহমাদ আল আলিউই এক সুপারমার্কেটে ১০ জনকে গুলি করে হত্যা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে ধাওয়া খাওয়া বন্দুকধারীর গুলিতে প্রাণ গেলো ৪ জনের

আপডেট : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ইউএসএ টুডের খবরে বলা হয়, আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডেনভার পুলিশের প্রধান পল প্যাজেন সাংবাদিকদের বলেন, ‘সোমবার সন্ধ্যায় যে ধারাবাহিক সহিংস অপরাধ ঘটে গেল, তার জন্য এক ব্যক্তি দায়ী।’

পুলিশ সেই ব্যক্তির নাম, পরিচয় এখনো জানায়নি। বন্দুকধারীদের গুলিতে আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।

প্যাজেন জানান, স্থানীয় সময় বিকেল ৫টায় বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা এবং এক পুরুষকে আহত করেন। তারপর তিনি গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পথে ইস্ট ডেনভারে চিজম্যান পার্কে তিনি আরেক ব্যক্তিকে গুলি করেন। তারপর ডেনভারের পশ্চিম দিকে গিয়ে আবার গুলি চালান। তবে তখন গুলি কারো গায়ে লাগেনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে ১২১টি বন্দুক থাকে। সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে- এমন দেশের তালিকায় শীর্ষে দেশটি।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার মতো পৈশাচিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে সংবাদমাধ্যমে খবর আসে। এ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং এর প্রদর্শনকে নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে দেশটির বিভিন্ন সংগঠন। অধিকাংশ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের তাতে সায়ও ছিল।

সেখান থেকে সরে যাওয়ার সময় তাকে অনুসরণরত পুলিশের ওপরও গুলি চালান ওই বন্দুকধারী। তারপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।

লকউডের পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারী গাড়ি থেকে নেমে দৌড়ে এক হোটেলে ঢুকে এক কর্মীকে গুলি করেন। পুলিশ এলে এক পুলিশ কর্মকর্তাকেও গুলিতে আহত করেন এবং তারপর পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন।

এর আগে গত মে মাসে কলোরাডোর স্প্রিংসে এক পার্টিতে নিজের গার্লফ্রেন্ডসহ পাঁচজনকে আহত করে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সি যুবক টিওডোরো ম্যাসিয়াস।

ডেনভার থেকে ১১০ কিলোমিটার দূরের ওই ঘটনার আগে প্রায় ৪৫ কিলোমিটার দূরের বৌল্ডারে ঘটেছিল আরও ভয়াবহ ঘটনা। মার্চ মাসের সে ঘটনায় ২২ বছর বয়সী আহমাদ আল আলিউই এক সুপারমার্কেটে ১০ জনকে গুলি করে হত্যা করেন।