সিরিয়ার লটাকিয়া বন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
প্রতিনিধির নাম
- আপডেট : ১০:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / 131
সিরিয়ার লটাকিয়া বন্দরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ওই বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানীর কোনো খবর পাওয়া যায়নি।
সিরিয়ার রাষ্ট্রিয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা সানা মঙ্গলবার জানায়, ভোর প্রায় ৩টা ২১ মিনিটের দিকে ভূমধ্যসাগরের তীরবর্তী লটাকিয়া বন্দরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন। এতে দেখা যায়, অনেক স্থানে আগুন ধরে গেছে, যা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
ওই বন্দরের কন্টেইনার টার্মিনাল থেকে ধোঁয়া উড়তেও দেখা গেছে।
সানা নিউজ জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় বন্দর এলাকার একটি হাসপাতাল, কয়েকটি আবাসিক ভবন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত কারো হতাহতে খবর পাওয়া যায়নি। চলতি মাসে সিরিয়ায় এটা ইসরায়েলের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।