যুক্তরাষ্ট্রে সংক্রমণ, হাসপাতালে ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / 131
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ শনাক্ত ও হাসপাতালে ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গড়ে দেশটিতে প্রায় দুই লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হচ্ছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রোববারের নথি থেকে জানা যায়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৪ জনের দেহে করোনা শনাক্ত হচ্ছে। এ সংখ্যা গত সপ্তাহ থেকে ৪৭ শতাংশ বেশি।

গত জানুয়ারির পর এতো বেশি হারে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়নি। দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে।

সিএনএনের চিকিৎসা বিশেষজ্ঞ ড. জোনাথন রেইনার বলেন, ‘আমি মনে করি, আমরা দৈনিক ৫ লাখ মানুষের করোনা শনাক্ত দেখতে যাচ্ছি। হয়তো এটা আমাদের সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যে হতে পারে।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার পর্যন্ত প্রায় ৭১ হাজার মার্কিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার পর্যন্ত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় গড়ে মারা গেছেন ১ হাজার ৪০৮ জন। এটা আগের সপ্তাহ থেকে ১৭ শতাংশ বেশি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসা উপদেষ্টা ড. এন্থনি ফাউসি সোমবার বলেন, ‘উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ধরনের জেরে আমরা নিশ্চিতভাবে (করোনা শনাক্তের হারে) বৃদ্ধি লক্ষ্য করছি।’

আগামী শুক্রবার ইংরেশি নববর্ষ উদযাপন সম্পর্কে তিনি বলেন, ‘ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেয়া ছোট জনসমাগম নিরাপদ।’

বার্তাসংস্থা এপি জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসী অধ্যুষিত শহর নিউইয়র্কেও দ্রুত বাড়ছে সংক্রমণ। নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হাসপাতালে শিশুদের ভর্তির হার চারগুণ বেড়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, কোভিড-১৯ এর জেরে শিশুদের হাসপাতালে ভর্তিতে উচ্চ গতি দেখা যাচ্ছে।

তারা বলছেন, শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে অন্তত চারগুণ। গত ৫ ডিসেম্বর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত এ বৃদ্ধির ধারা অব্যহত রয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া এ শিশুদের অর্ধেকের বয়স পাঁচ বছরের নিচে। এ বয়সের শিশুদের এখনো করোনার টিকা দেয়ার অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র।

ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৯ হাজার ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৮২৩ জনের।

পুরো মহামারি পর্বে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৫৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৯ হাজার ৬০৫ মার্কিনির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে সংক্রমণ, হাসপাতালে ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে

আপডেট : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ শনাক্ত ও হাসপাতালে ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গড়ে দেশটিতে প্রায় দুই লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হচ্ছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রোববারের নথি থেকে জানা যায়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৪ জনের দেহে করোনা শনাক্ত হচ্ছে। এ সংখ্যা গত সপ্তাহ থেকে ৪৭ শতাংশ বেশি।

গত জানুয়ারির পর এতো বেশি হারে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়নি। দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে।

সিএনএনের চিকিৎসা বিশেষজ্ঞ ড. জোনাথন রেইনার বলেন, ‘আমি মনে করি, আমরা দৈনিক ৫ লাখ মানুষের করোনা শনাক্ত দেখতে যাচ্ছি। হয়তো এটা আমাদের সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যে হতে পারে।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার পর্যন্ত প্রায় ৭১ হাজার মার্কিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার পর্যন্ত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় গড়ে মারা গেছেন ১ হাজার ৪০৮ জন। এটা আগের সপ্তাহ থেকে ১৭ শতাংশ বেশি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসা উপদেষ্টা ড. এন্থনি ফাউসি সোমবার বলেন, ‘উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ধরনের জেরে আমরা নিশ্চিতভাবে (করোনা শনাক্তের হারে) বৃদ্ধি লক্ষ্য করছি।’

আগামী শুক্রবার ইংরেশি নববর্ষ উদযাপন সম্পর্কে তিনি বলেন, ‘ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেয়া ছোট জনসমাগম নিরাপদ।’

বার্তাসংস্থা এপি জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসী অধ্যুষিত শহর নিউইয়র্কেও দ্রুত বাড়ছে সংক্রমণ। নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হাসপাতালে শিশুদের ভর্তির হার চারগুণ বেড়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, কোভিড-১৯ এর জেরে শিশুদের হাসপাতালে ভর্তিতে উচ্চ গতি দেখা যাচ্ছে।

তারা বলছেন, শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে অন্তত চারগুণ। গত ৫ ডিসেম্বর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত এ বৃদ্ধির ধারা অব্যহত রয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া এ শিশুদের অর্ধেকের বয়স পাঁচ বছরের নিচে। এ বয়সের শিশুদের এখনো করোনার টিকা দেয়ার অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র।

ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৯ হাজার ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৮২৩ জনের।

পুরো মহামারি পর্বে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৫৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৯ হাজার ৬০৫ মার্কিনির।