সূচকের পতনে কমেছে লেনদেন
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / 174
গত দুই কার্যদিবস উত্থান হলেও বুধবার আবার পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজরের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১.৪৮ পয়েন্ট কমে ৬ হাজার ৭৩১.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৭ কোটি ২৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭২ কোটি ৬০ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৯৬টির এবং ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।