দেশের বাজারে কমলো এলপিজির দাম
- আপডেট : ১১:২৪:০৩ পূর্বাহ্ন, সোমাবার, ৩ জানুয়ারী ২০২২
- / 196
সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে এলপিজির এই নতুন দাম ঘোষণা করে বিইআরসি। আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় নতুন বছরের শুরুতেই বাংলাদেশেও এলপিজি, অটোগ্যাস আর রেটিকুলেটেড এলপিজির দাম কমানো হয়েছে।
নতুন এই মূল্য তালিকায় দেশের বাজারে এলপিজির দাম কেজিপ্রতি ১০২.৩২ টাকা থেকে কমিয়ে ৯৮.১৭ টাকা করা হয়েছে। যার ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে ১৫০ টাকা কমে ১ হাজার ৭৮ টাকা হয়েছে।
পরিবহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৫৭.২৪ টাকা থেকে ২.৩০ টাকা কমিয়ে ৫৪.৯৪ টাকা করা হয়েছে। আর বাসাবড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড এলপিজির দাম ৯৯.০৮ টাকা থেকে কমিয়ে ৯৪.৯৪ টাকা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬ টা থেকেই উক্ত তিন ধরনের গ্যাসের নতুন নির্ধারিত এই মূল্যমান কার্যকরী হবে।
দাম কমানো নিয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়, জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম আগের চেয়ে কমে যথাক্রমে টন প্রতি ৭৪০ ও ৭১০ ডলারে নেমেছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই দেশের বাজারেও এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে।