অর্ধেক জনবলে ব্যাংক চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 138
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর পর ব্যাংকের বিধিনিষেধের মেয়াদও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী চলমান বিধিনিষেধ বাড়ানোর কারণে ব্যাংকগুলো ২৪ জানুয়ারি জারি করা সার্কুলার অনুযায়ী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি কার্যক্রম পরিচালনা করবে।

এই সময় পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যাংকগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনা করা হবে।

গত ২৪ জানুয়ারি এই সার্কুলার জারি করা হয়।

করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাংকে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয় সেই প্রজ্ঞাপনে।

বলা হয়েছে, ব্যাংকের অন্যান্য কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং ভার্চুয়ালি দাপ্তরিক কাজ করবেন।

ব্যাংকিং সেবা অব্যাহত রাখাতে প্রয়োজন অনুযায়ী নিজ বিবেচনায় ব্যাংকগুলো সিদ্ধান্ত নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অর্ধেক জনবলে ব্যাংক চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

আপডেট : ০২:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর পর ব্যাংকের বিধিনিষেধের মেয়াদও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী চলমান বিধিনিষেধ বাড়ানোর কারণে ব্যাংকগুলো ২৪ জানুয়ারি জারি করা সার্কুলার অনুযায়ী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি কার্যক্রম পরিচালনা করবে।

এই সময় পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যাংকগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনা করা হবে।

গত ২৪ জানুয়ারি এই সার্কুলার জারি করা হয়।

করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাংকে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয় সেই প্রজ্ঞাপনে।

বলা হয়েছে, ব্যাংকের অন্যান্য কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং ভার্চুয়ালি দাপ্তরিক কাজ করবেন।

ব্যাংকিং সেবা অব্যাহত রাখাতে প্রয়োজন অনুযায়ী নিজ বিবেচনায় ব্যাংকগুলো সিদ্ধান্ত নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।