তাদের কাজের স্পৃহা ও এনার্জি দেখে আমি মুগ্ধ: নিশো
- আপডেট : ০৭:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / 203
মুঠোফোন কোম্পানি আইটেলের নতুন ভার্সন ‘আইটেল ভিশন-৩’ এর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নাসের হাসিব সিদ্দিকি। রাজধানীর উত্তরা, গুলশান,বনানীসহ বিভিন্ন লোকেশনে হয়েছে এর চিত্রায়ণ। এ বিজ্ঞাপনের মধ্য দিয়ে ইনডি রিলসের ব্যানারে এবং এই নির্মাতার সঙ্গে প্রথম কাজ করলেন নিশো।
আফরান নিশো বলেন, ‘বিজ্ঞাপনটি নির্মাণ করেছে নাসের আর এটার কো-অর্ডিনেশনে আছে ইনডি রিলসের শিশির। পুরো টিমটা একদম তরুণ এবং খুব এনার্জেটিক। তাদের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এখানে কাজ করে তাদের কাজের স্পৃহা ও এনার্জি দেখে আমি আসলেই মুগ্ধ। আমার তরুণ টিম দেখলেই খুব ভালো লাগে, তাদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। তরুণ এবং ফুল অব এনার্জি; এরকম টিমের সঙ্গে কাজ করতে গিয়ে আমি নিজেও অনেক এনার্জি পাই। প্রথম কাজ হলেও তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার।’
তিনি আরও বলেন, ‘আমি অনেকদিন ধরেই আইটেলের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি। সেই ধারাবাহিকতায় আবারও তাদের নতুন একটা ভার্সনের বিজ্ঞাপনের শুটিং করেছি। বরাবরের মত এবারও বলবো যে, খুবই কম দামে একটি ভালো ফোন সবার কাছে পৌঁছে দিতে চেয়েছি। এই বিজ্ঞাপনটির মাধ্যমে খুবই ফাস্ট এন্ড ইফেক্টিভ ওয়েতে মুঠোফোনের সঙ্গে মিলিয়ে বিজ্ঞাপনটি করা হয়েছে। আমার মনে হচ্ছে দর্শকরা এটা পছন্দ করবে এবং ভালো ফিডব্যাক দেবে।’
পরিচালক নাসের হাসিব সিদ্দিকি বলেন, ‘বিজ্ঞাপন জগতের টাফ শিডিউল এবং শুট থেকে হঠাৎ করেই নিশো ভাই এবং আইটেল ভিশন-৩ এর শুট করার সুযোগ পাই। ইন্টারেস্টিং গল্প আর আফরান নিশো; আর কি লাগে! নিজের বাইক স্টান্ট নিজে করা থেকে শুরু করে প্রত্যেকটা শুটিং ইউনিটের মানুষের সাথে মিশে যাওয়া এবং প্রত্যেকটা ব্যাপার এত সুন্দর করে উপস্থাপন করা; এটাই বোধহয় নিশো ভাই। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ, মেমোরেবল। এই কাজের মধ্যে দিয়েও আমরা কত মজা করলাম। আসলেই জোশ। আইটেল এবং এশিয়াটিক এমপাওয়ারকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা কনসেপ্টের জন্য। আশা করছি, এটা ভিন্ন কোন নতুন কিছু হবে।’
ইনডি রিলসের প্রযোজক দিদারুল ইসলাম শিশির বলেন, ‘অনেকদিন থেকেই নিশো ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিলো কিন্ত ব্যাটে-বলে মিলছিলো না। অবশেষে মিলে গেলো। উনার সঙ্গে আগে আমার কোন কাজ হয়নি, এমনকি পরিচয়ও ছিল না। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমার সেরকম কিছুই মনে হয়নি, বরং মনে হয়েছে আমরা মনে হয় অনেক দিনের চেনা। বাহিরে থেকে দেখে যেমনই মনে হোক, উনি ভীষণ ‘মাই ডিয়ার’ টাইপ। পুরো টিম যেভাবে চায়, সে টিমকে সেভাবেই সহযোগিতা করে। উনি এখন আমার বড় ভাই হয়ে গিয়েছে এখন। সামনেও অনেক কাজ হবে ইনশাআল্লাহ।
সত্যি বলতে, আমি উনাতে মুগ্ধ। তাছাড়া কাজের বিষয়ে এত ডেডিকেটেড যে বাইকের ঝুকিপূর্ণ স্টান্ট সে নিজেই করতে চায়, কোন ডামি ব্যবহার করতে দেয় না।’
খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচার হবে বলে জানান নির্মাতা।