গান ভিডিও পরিচালনায় লিজা
- আপডেট : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 175
লিজা বলেন,‘আমার যতো গান আছে সব গানেরই মিউজিক ভিডিও নির্মিত হয়েছে দেশের মধ্যে নানান লোকেশনে। এবারই প্রথম দেশের বাইরে আমেরিকাতে আমার কোন মৌলিক গানের মিউজিক ভিডিওর শুটিং করা। কিছুদিন আগে আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য আমেরিকা গিয়েছিলাম। সেখানে গিয়েই মূলত ভাবনায় আসে যে একটি মৌলিক গানের মিউজিক ভিডিও করা যেতে পারে। সেখানে থেকেই নাভেদের সঙ্গে কথা বলে গানটি প্রস্তুত করি। তারপর ডিওপি স্যামুয়েল ব্যারনের সহযোগিতায় আমিই আমার নিজের গানের মিউজিক ভিডিও নির্মাণ করি।
পুরো কাজটি করেছি আমি ভীষণ উচ্ছ্বাস নিয়ে। প্রত্যেকটি দৃশ্য ক্যামেরাবন্দী করার পর ঠিক আছে কী না তা দেখতাম। একজন নির্মাতার যে কী পরিমাণ সচেতন থাকতে হয় এবং একটি মিউজিক ভিডিও ঠিকঠাকভাবে তৈরী করার জন্য কতোটা যে সচেতন থাকতে হয় তা নিজের গানের মিউজিক ভিডিও নির্মাণ করতে গিয়ে অনুভব করেছি। এরইমধ্যে গানটি প্রকাশ পেয়েছে। শ্রোতা দর্শকের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি। ধন্যবাদ এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত সবাইকে। কারণ সবার আন্তরিক চেষ্টায় এই গানটি ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশ করতে পেরেছি।’
সঙ্গীত জীবনের একযুগেরও বেশি সময়ে লিজার জনপ্রিয় মৌলিক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ভুল করে যদি কখনো’,‘ যাবি কতো দূরে’,‘পাখি’, ‘এইতো ভালোবাসা’, ‘পাগলী সুরাইয়া’র মতো জনপ্রিয় কিছু গান উপহার দিয়েছেন। মাঝখানের কিছুটা সময় লিজা উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় কাটান। কিন্তু এখন আর উপস্থাপনায় তাকে দেখা যায়না। মৌলিক গানের মধ্যে তার কন্ঠে জনপ্রিয় গান হচ্ছে ‘পাখি’। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন বেলাল খান।