করোনায় একদিনে বেড়েছে মৃত্যু ও শনাক্ত
- আপডেট : ০৬:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 182
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৪৫৮ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৫টিতে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৫০ শতাংশ।
এছাড়া গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জনে।
উল্লেখ্য, আগের দিন সোমবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিলো। শনাক্ত হয়েছিলো ৪ হাজার ৬৯২ জনের।