সূচকের পতনে কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৬:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 136
গত কার্যদিবসের মতো আজ মঙ্গলবারও পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৬ পয়েন্ট কমে ৭ হাজার ৩৬.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০ কোটি ৭০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ১ হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২২১টির এবং ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে।