জায়েদ-নিপুণের পদ নিয়ে হাইকোর্টের শুনানি ২২ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক
  • আপডেট : ০৬:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 157
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি হবে আগামী ২২ ফেব্রুয়ারি।

আজ মঙ্গলবার বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি।

রিটের শুনানি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। সেই সাথে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েও রুল জারি করে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

পরে হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি আপিল আবেদন করেন নিপুণ আক্তার। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানির পর গত ৯ ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে আদেশ দেন।

চেম্বার জজ আদালত থেকে ১৩ ফেব্রুয়ারি নিপুন আক্তারের আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয়।

এরপর পূর্বনির্ধারিত তারিখের চেয়ে একদিন পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেই হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জায়েদ-নিপুণের পদ নিয়ে হাইকোর্টের শুনানি ২২ ফেব্রুয়ারি

আপডেট : ০৬:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি হবে আগামী ২২ ফেব্রুয়ারি।

আজ মঙ্গলবার বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি।

রিটের শুনানি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। সেই সাথে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েও রুল জারি করে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

পরে হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি আপিল আবেদন করেন নিপুণ আক্তার। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানির পর গত ৯ ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে আদেশ দেন।

চেম্বার জজ আদালত থেকে ১৩ ফেব্রুয়ারি নিপুন আক্তারের আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয়।

এরপর পূর্বনির্ধারিত তারিখের চেয়ে একদিন পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেই হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।