উৎপাদনে যাচ্ছে রহিমা ফুড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 150
পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড পরীক্ষামূলক উৎপাদনের পর এবার বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। আগামী বৃহস্পতিবার থেকে নারিকেলের পাশাপাশি সয়াবিন ও সরিষার তেলের বোতলজাত ও বিপণনও করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটি এ তথ্য প্রকাশ করে।

এছাড়াও কাজুবাদাম প্রক্রিয়াকরণ ও প্যাকিং এবং দেশে-বিদেশে বিপণনের জন্য একটি উৎপাদন কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পরিষদ।

রহিমা ফুডের বর্তমান শেয়ার সংখ্যা ২ কোটি ২০০টি। উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৩৮ শতাংশ শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৫৩ শতাংশ শেয়ার। এছাড়াও ১৯ এবং ৪.৯৯ শতাংশ শেয়ার রয়েছে যথাক্রমে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎপাদনে যাচ্ছে রহিমা ফুড

আপডেট : ০৬:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড পরীক্ষামূলক উৎপাদনের পর এবার বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। আগামী বৃহস্পতিবার থেকে নারিকেলের পাশাপাশি সয়াবিন ও সরিষার তেলের বোতলজাত ও বিপণনও করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটি এ তথ্য প্রকাশ করে।

এছাড়াও কাজুবাদাম প্রক্রিয়াকরণ ও প্যাকিং এবং দেশে-বিদেশে বিপণনের জন্য একটি উৎপাদন কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পরিষদ।

রহিমা ফুডের বর্তমান শেয়ার সংখ্যা ২ কোটি ২০০টি। উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৩৮ শতাংশ শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৫৩ শতাংশ শেয়ার। এছাড়াও ১৯ এবং ৪.৯৯ শতাংশ শেয়ার রয়েছে যথাক্রমে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে।