ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২২.৩১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / 155

ডিএসইতে গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৯৭১ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ৬০ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৭৯৪ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ১২৭ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২২ দশমিক ৩১ শতাংশ।

সবশেষ সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় তিন হাজার ৯৭২ কোটি ১৪ লাখ ২০ হাজার ৬৩৪ টাকা। সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ দশমিক ১৫ শতাংশ। কারণ গত সপ্তাহে এক কার্যদিবসে কম লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৭ দশমিক ৪৪ পয়েন্ট বা এক দশমিক ৪৬ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯৬ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, দ্বিতীয় স্থানে থাকা বিডিকমের শেয়ার লেনদেন হয়েছে ১১৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা। ৮৮ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- অগ্নি সিস্টেম, ওরিয়ন ফার্মা, আমরা টেকনোলজি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আমরা নেটওয়ার্ক এবং ভিএফএস থ্রেড ডাইং।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২২.৩১ শতাংশ

আপডেট : ০৭:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

ডিএসইতে গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৯৭১ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ৬০ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৭৯৪ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ১২৭ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২২ দশমিক ৩১ শতাংশ।

সবশেষ সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় তিন হাজার ৯৭২ কোটি ১৪ লাখ ২০ হাজার ৬৩৪ টাকা। সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ দশমিক ১৫ শতাংশ। কারণ গত সপ্তাহে এক কার্যদিবসে কম লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৭ দশমিক ৪৪ পয়েন্ট বা এক দশমিক ৪৬ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯৬ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, দ্বিতীয় স্থানে থাকা বিডিকমের শেয়ার লেনদেন হয়েছে ১১৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা। ৮৮ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- অগ্নি সিস্টেম, ওরিয়ন ফার্মা, আমরা টেকনোলজি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আমরা নেটওয়ার্ক এবং ভিএফএস থ্রেড ডাইং।