সূচকের পতনে লেনদেনে ধস
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৭:১৪:৪৩ অপরাহ্ন, সোমাবার, ১৮ এপ্রিল ২০২২
- / 171
গত কার্যদিবসের মতো আজও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজরের প্রধান সূচক কমেছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমেছে।
সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৪৯ পয়েন্ট মে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮২ দশমিক ৩৮ পয়েন্টে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৩ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৭টির এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।