পুঁজিবাজারে দৈনিক লেনদেন কমেছে ২৫.০৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / 235
গত সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন দরপতন হয়েছে পুঁজিবাজারে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ব্যাপকভাবে সেই সঙ্গে কমেছে মূল্যসূচক। বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৮০৮ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৪৩১ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে-এর পরিমাণ ছিলো এক হাজার ৭৯ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬ টাকা । এ হিসেবে দৈনিক গড় লেনদেন কমেছে ২৫ দশমিক ০৭ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০৭ দশমিক ২২ শতাংশ কমেছে। সূচক কমার হার ৪ দশমিক ৬৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৩ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। এ সময়ে ডিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এরমধ্যে শেয়ারের দর হারিয়েছে ৩৬০টি কোম্পানি। এসময় মাত্র ২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর ৬টি কোম্পানির শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।

এবার সপ্তাহের লেনদেন শুরুই হয় বড় দর পতন দিয়ে। সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স ১৩৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে যায়। পরের তিনদিনে সূচকটি কমেছে যথাক্রমে-২৭ দশমিক ৪৩ পয়েন্ট, ৯৩ দশমিক ৬০ পয়েন্ট, ৫১ দশমিক ৬৭ পয়েন্ট।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮২৮টি শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা।

জেএমআই হসপিটাল রিকুইজিট লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, রংপুর ডেইরি, স্যালভো কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, এসিআই ফরমুলেশন, ফু-ওয়াং সিরমিকস ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে যারা

গত সপ্তাহে (১৬ থেকে ১৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০টির বা ৫.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিলো সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর ৩৪.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এস আলম কোল্ড রোল্ড স্টিল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১৩.৯৬ শতাংশ, বঙ্গজের ৮.৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.৬২ শতাংশ, সিলভা ফার্মার ৪.৬৩ শতাংশ, ইসলামী ব্যাংকের ৩.৬৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৩.২৮ শতাংশ এবং বিডি থাই ফুডের শেয়ার দর ৩.২৪ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক লুজারের শীর্ষে যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডক্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৩০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

এসিআই ফরমুলেশনস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৭.৫৩ শতাংশ।

এশিয়া ইনস্যুরেন্স ১৭.৩৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সোনারবাংলা ইনস্যুরেন্স, প্রভাতি ইনস্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স, ও ইস্টার্ণ ইনস্যুরেন্স লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুঁজিবাজারে দৈনিক লেনদেন কমেছে ২৫.০৭ শতাংশ

আপডেট : ০৮:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
গত সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন দরপতন হয়েছে পুঁজিবাজারে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ব্যাপকভাবে সেই সঙ্গে কমেছে মূল্যসূচক। বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৮০৮ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৪৩১ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে-এর পরিমাণ ছিলো এক হাজার ৭৯ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬ টাকা । এ হিসেবে দৈনিক গড় লেনদেন কমেছে ২৫ দশমিক ০৭ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০৭ দশমিক ২২ শতাংশ কমেছে। সূচক কমার হার ৪ দশমিক ৬৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৩ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। এ সময়ে ডিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এরমধ্যে শেয়ারের দর হারিয়েছে ৩৬০টি কোম্পানি। এসময় মাত্র ২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর ৬টি কোম্পানির শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।

এবার সপ্তাহের লেনদেন শুরুই হয় বড় দর পতন দিয়ে। সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স ১৩৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে যায়। পরের তিনদিনে সূচকটি কমেছে যথাক্রমে-২৭ দশমিক ৪৩ পয়েন্ট, ৯৩ দশমিক ৬০ পয়েন্ট, ৫১ দশমিক ৬৭ পয়েন্ট।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮২৮টি শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা।

জেএমআই হসপিটাল রিকুইজিট লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, রংপুর ডেইরি, স্যালভো কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, এসিআই ফরমুলেশন, ফু-ওয়াং সিরমিকস ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে যারা

গত সপ্তাহে (১৬ থেকে ১৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০টির বা ৫.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিলো সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর ৩৪.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এস আলম কোল্ড রোল্ড স্টিল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১৩.৯৬ শতাংশ, বঙ্গজের ৮.৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.৬২ শতাংশ, সিলভা ফার্মার ৪.৬৩ শতাংশ, ইসলামী ব্যাংকের ৩.৬৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৩.২৮ শতাংশ এবং বিডি থাই ফুডের শেয়ার দর ৩.২৪ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক লুজারের শীর্ষে যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডক্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৩০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

এসিআই ফরমুলেশনস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৭.৫৩ শতাংশ।

এশিয়া ইনস্যুরেন্স ১৭.৩৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সোনারবাংলা ইনস্যুরেন্স, প্রভাতি ইনস্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স, ও ইস্টার্ণ ইনস্যুরেন্স লিমিটেড।