‘শিক্ষকদের আর্থিক-সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে’
- আপডেট : ০৫:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / 185
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে সব শিক্ষকদের সম্পৃক্ত করতে না পারলেও শিক্ষা ক্ষেত্রে জড়িত প্রতিটি স্তরের প্রতিনিধি ছিলেন। শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রশ্ন ফাঁস শিক্ষা ক্ষেত্রের সবচেয়ে ক্ষতিকর দিক উল্লেখ করে এ সময় দীপু মনি বলেন, নকল বন্ধে শিক্ষকদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ করা সম্ভব হলেও বর্তমানে দু-একজন শিক্ষক এ ধরনের নেক্কারজনক কাজে জড়িত হচ্ছেন। একজন শিক্ষক প্রশ্নফাঁস করলে তার দায় গোটা শিক্ষক সমাজের ওপর বর্তায়। কেউ কেউ তাদের শিক্ষার্থীকে আরও ভালো করাতে অনৈতিক কাজে যুক্ত হন।
শিক্ষামন্ত্রী বলেন, ভালো শিক্ষার্থী মানে পাবলিক পরীক্ষায় বেশি নম্বর পাওয়া নয়, বরং ভালো মানুষ হিসেবে তাকে তৈরি করা। শিক্ষার্থীকে কোনো ধরনের অনৈতিক সুবিধা না দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর সংস্থার প্রধান প্রমুখ।