জামায়াত-বিএনপি বাম রাজনীতি এক প্লাটফর্মে এসে দাঁড়িয়েছে
- আপডেট : ০৫:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / 212
রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের শক্তি আর বিশ্বাসই আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় নিয়ে এসেছে। ’৭৫-এর পরে যারাই ক্ষমতায় এসেছে, তারা চেয়েছে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। মুক্তিযুদ্ধের চেতনা ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। আওয়ামী লীগ সরকারে এসেই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখছে।
তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছিল বলেই বাঙালির এখন জাতীয়তাবোধ তৈরি হয়েছে। স্বাধীনতার পর একটি দেশকে উন্নত করার ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধু গণতন্ত্রে বিশ্বাস করতেন বলেই মাত্র ৯ মাসে সংবিধান তৈরি করেছিলেন।
তিনি বলেন, মার্কিন সরকার মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন দিলেও তাদের জনগণ বাংলাদেশের পক্ষে ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা সহযোগিতা করেছিল, তাদের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।
তিনি সবাইকে অনুরোধ করে বলেন, আমাদেরকে তো সাশ্রয়ী হতে হবে। আমি আশা করি দেশের মানুষ সাশ্রয়ী হবে। তারা নিজেদের স্বার্থেই তা করবে। আমাদের আগাম সাবধানতা নিতে হবে। যাতে কোনো কঠিন পরিস্থিতিতে পড়তে না হয়। দেশটাকে যাতে ধ্বংস না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
সভা সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।