মেট্রোরেল উদ্বোধন: থাকবে র্যাবের ব্যাপক নিরাপত্তা
- আপডেট : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / 146
এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে র্যাবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে র্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ও বোম্ব ডিস্পোজাল ইউনিট।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, বুধবার আমাদের স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হচ্ছে। বিজয়ের মাসে আমাদের আরেকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল যাত্রী হিসেবে চড়ে মেট্রোরেল উদ্বোধন করবেন। এ উপলক্ষে দিয়াবাড়িতে একটি সমাবেশ হবে। পরে প্রধানমন্ত্রী মেট্রোরেলে চড়ে আগারগাঁও পর্যন্ত যাবেন। পুরো সময়জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা করেছি।
তিনি আরও বলেন, এই ধরনের বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সুইপিং করে থাকি। আমাদের ডগস্কোয়াড টিম যথানিয়মে সুইপিং করবে। পাশাপাশি আমাদের নিরাপত্তা জোরদারে টহল টিম ও চেকপোস্ট থাকবে।
যেসব জায়গাতে আমাদের ভিভিআইপিরা যাবেন সেসব জায়গাতে আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা থাকবেন। একইভাবে কৌশলগত স্থানে র্যাব অবস্থান করার পাশাপাশি বোম্বস্কোয়াড, ডগস্কোয়াডসহ স্পেশাল ফোর্সও থাকবে।
প্রধানমন্ত্রী মেট্রোরেলে যে সময়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাবেন এই সময়ে আমাদের হেলিকপ্টার টহলে থাকবে। আমরা একইভাবে পুরো এলাকাতে বিচরণ করব।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, আমাদের হেলিকপ্টার থাকবে। আমরা ওপর থেকে নজরদারি করব। মেট্রোরেল দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যে কয়টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেটা আমরা মনে করি যেসব স্থানে স্পেশাল নিরাপত্তা দেয়ার প্রয়োজন সেই স্থানগুলোতে বিশেষ নজরদারি থাকবে। একইভাবে উঁচু ভবনগুলো থেকেও নজরদারি করা হবে।
এছাড়া স্পেশাল চেকপোস্ট করার পাশাপাশি প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি ও বিদেশিরা যাবেন সেখানেও গোয়েন্দারা নজরদারি ও টহল দল থাকবে।