মেট্রোরেলে নির্ধারিত দূরত্বের বেশি গেলে গুনতে হবে ১০ গুণ ভাড়া
- আপডেট : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / 150
অর্থাৎ মেট্রোরেলে যাত্রী যে দূরত্বের জন্য টিকিট কাটবেন, তার বেশি পথ যেতে পারবেন না।
বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চলাচল করতে পারবেন।
মেট্রোরেল আইন ২০১৫-তে বলা আছে, অনুমোদিত দূরত্বের বেশি মেট্রোরেলে ভ্রমণ করলে বা ভাড়া এড়ানোর উদ্দেশ্যে অন্য কোনো কৌশল অবলম্বন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য মেট্রোরেলের যাতায়াতের ভাড়ার ১০ (দশ) গুণ পর্যন্ত অর্থদণ্ড এবং তা অনাদায়ের ক্ষেত্রে অনধিক ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মেট্রোতে যাত্রীদের টিকিট কাটতে হবে। এ ক্ষেত্রে যাত্রীরা সিঙ্গেল জার্নি টিকিট (একবারের জন্য যাত্রা) কিংবা এমআরটি পাসের (স্থায়ী কার্ড) মাধ্যমে মেট্রোতে চড়তে পারবেন। একবারের জন্য যাত্রার টিকিট স্টেশনেই পাওয়া যাবে। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাইটে বা অ্যাপে নিবন্ধন করার মধ্য দিয়ে এমআরটি পাস সংগ্রহ করতে হবে।
সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা করে ভাড়া যোগ হবে।
প্রথম তিন মাস মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও রুটে সরাসরি চলাচল করবে। মাঝের কোনো স্টেশনে থামবে না। আগামী ২৬ মার্চ থেকে বাকি স্টেশনগুলোতেও যাত্রী ওঠানামা শুরু হবে।