ঈদে আসছেন মোশররফ করিম মহানগর ২

বিনোদন ডেস্ক
  • আপডেট : ০৪:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / 166

বাংলাদেশের রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায় ২০২১ সালে। আশফাক নিপুণ পরিচালিত ও মোশররফ করিম অভিনীত  সিরিজটি সে সময় কলকাতা ও বাংলাদেশের দর্শকদের কাছে দারুণ সাড়া পায়। সিরিজটির দ্বিতীয় কিস্তি যে আগামী ঈদুল ফিতরে আসবে তা জানানো হয়েছিল আগেই।

শনিবার  বিকেলে টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলো হ্যাঁ, ঈদে ওসি হারুনরূপে ফিরছেন মোশাররফ করিম। ঈদেই আসছে  ‘মহানগর ২’।

‘মহানগর ২’-এর টিজারে দেখা যায়, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে ছুটে চলেছে গাড়ি ও মানুষ। ব্যাকগ্রাউন্ডে অভিনেতা মোশাররফ করিম ঢাকা মহানগর নিয়ে একটি গল্প বলছেন।

১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুইটা কথা মনে রাখতে বলেন, ‘এক, তাঁর নাম যে হারুন সেটা। আর দুই, হারুন এত সহজে হারে না।’

মহানগরের প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। তবে নতুন সিজনে মোশাররফ করিম ছাড়া আর কে কে থাকছেন, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদে আসছেন মোশররফ করিম মহানগর ২

আপডেট : ০৪:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

বাংলাদেশের রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায় ২০২১ সালে। আশফাক নিপুণ পরিচালিত ও মোশররফ করিম অভিনীত  সিরিজটি সে সময় কলকাতা ও বাংলাদেশের দর্শকদের কাছে দারুণ সাড়া পায়। সিরিজটির দ্বিতীয় কিস্তি যে আগামী ঈদুল ফিতরে আসবে তা জানানো হয়েছিল আগেই।

শনিবার  বিকেলে টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলো হ্যাঁ, ঈদে ওসি হারুনরূপে ফিরছেন মোশাররফ করিম। ঈদেই আসছে  ‘মহানগর ২’।

‘মহানগর ২’-এর টিজারে দেখা যায়, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে ছুটে চলেছে গাড়ি ও মানুষ। ব্যাকগ্রাউন্ডে অভিনেতা মোশাররফ করিম ঢাকা মহানগর নিয়ে একটি গল্প বলছেন।

১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুইটা কথা মনে রাখতে বলেন, ‘এক, তাঁর নাম যে হারুন সেটা। আর দুই, হারুন এত সহজে হারে না।’

মহানগরের প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। তবে নতুন সিজনে মোশাররফ করিম ছাড়া আর কে কে থাকছেন, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।