ফায়ার সার্ভিস কর্মীদের রেসপন্স টাইম ৩০ সেকেন্ড: ডি‌জি মাইন উদ্দীন

নিজস্ব প্রতি‌বেদক
  • আপডেট : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / 121
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ব‌লে‌ছেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট, মশার কয়েল, সিগারেট ও চুলার আগুনসহ সচেতনতার অভাবে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে। উৎসুক জনতার ভিড় ও পানির উৎসের অভাবের কারণে অগ্নি নির্বাপন ব্যাহত হয়।

তি‌নি ব‌লেন, ১৩ বছর আগের প্রস্তাবিত জাতীয় বিল্ডিং কোড পাশ হয়েছে গত বছর। যার সংস্কার বা আধুনিকায়ন প্রয়োজন। বর্তমানে কার্যকর ২০০৩ সালের অগ্নি নিরাপত্তা আইনে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এ আইনে ঝুঁকিপূর্ণ ভবনে নোটিশ প্রদান করা ছাড়া ফায়ার সার্ভিস অধিদপ্তরের আর কোন এখতিয়ার নেই।

বৃহস্প‌তিবার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

‘ভবন ব্যবহারকারীদের অসচেতনতাই অগ্নি দুর্ঘটনার প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ভবনে হামলার ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ ক‌রে ফায়ার সা‌র্ভিসের মহাপ‌রিচালক ব‌লেন, হামলায় ১৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে। যার প্রতিটির মূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় সন্দেহভাজনদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তি‌নি ব‌লেন, ভবন নির্মাণে ২ শতাংশ অগ্নি নিরাপত্তার জন্য ব্যয় করলে অগ্নি ঝুঁকি কমানো সম্ভব। অগ্নি নির্বাপনে বাংলাদশ ফায়ার সার্ভিস বিশ্বমানের সরঞ্জাম ব্যবহার করছে। যেকোন অগ্নি দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির ৩০ সেকেন্ডের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রেসপন্স করে। গত বছর পেশাগত দায়িত্ব পালনকালে ১৩জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে, যা আগামী ছয়মাসের মধ্যে চালু হতে পারে।

অনুষ্ঠা‌নে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমাদের অগ্নিদুর্ঘটনা নিয়ে আতঙ্ক আছে, কিন্তু সচেতনতা নেই। নেই তেমন কোনো সরকারি-বেসরকারি সঠিক উদ্যোগ। ঢাকা শহরের ৯৮ শতাংশ বিপণিবিতানে অগ্নি ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নেই। কোন রকম নিয়ম নীতি না মেনেই গড়ে উঠেছে উপানুষ্ঠানিক মার্কেটগুলো। কিছু কিছু মার্কেটে লোক দেখানো ফায়ার এস্টিংগুইশার, পানি রিজার্ভট্যাংক, বালুর বালতি, রেসকিউ সিঁড়ি থাকলেও বড় কোন অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় তা মোটেই পর্যাপ্ত নয়। ঢাকা শহরে অপরিকল্পিতভাবে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের লাইন নেয়া হয়েছে। ছোটখাট কোন ভূমিকম্প অথবা অন্য যেকোন দুর্ঘটনায় মাটির নিচ দিয়ে যাওয়া অপরিকল্পিত এসব বিদ্যুৎ ও গ্যাসের লাইন এই শহরকে ভয়াবহ অগ্নিকূপে পরিণত করতে পারে।

তি‌নি আরও ব‌লেন, জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, অপ্রশস্ত সড়ক, ভবন মালিকদের উদাসীনতা, সচেতনতার অভাব, ফায়ার সার্ভিসের সক্ষমতার ঘাটতিসহ নানা কারণে দেশে আগুন লাগার ঝুঁকি কমানো যাচ্ছে না। তাই তাজরিন ফ্যাশন, নিমতলী, ছুরিহাট্টা, হাসেম ফুড, বিএম কন্টেইনার, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে ভবন ব্যবহারকারী ও সরকারি সংস্থাগুলোকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছায়া সংসদে বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি দল প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোরছালীন বাবলা, সাংবাদিক সবুজ ইউনুস ও সাংবাদিক ফারাবী হাফিজ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফায়ার সার্ভিস কর্মীদের রেসপন্স টাইম ৩০ সেকেন্ড: ডি‌জি মাইন উদ্দীন

আপডেট : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ব‌লে‌ছেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট, মশার কয়েল, সিগারেট ও চুলার আগুনসহ সচেতনতার অভাবে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে। উৎসুক জনতার ভিড় ও পানির উৎসের অভাবের কারণে অগ্নি নির্বাপন ব্যাহত হয়।

তি‌নি ব‌লেন, ১৩ বছর আগের প্রস্তাবিত জাতীয় বিল্ডিং কোড পাশ হয়েছে গত বছর। যার সংস্কার বা আধুনিকায়ন প্রয়োজন। বর্তমানে কার্যকর ২০০৩ সালের অগ্নি নিরাপত্তা আইনে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এ আইনে ঝুঁকিপূর্ণ ভবনে নোটিশ প্রদান করা ছাড়া ফায়ার সার্ভিস অধিদপ্তরের আর কোন এখতিয়ার নেই।

বৃহস্প‌তিবার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

‘ভবন ব্যবহারকারীদের অসচেতনতাই অগ্নি দুর্ঘটনার প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ভবনে হামলার ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ ক‌রে ফায়ার সা‌র্ভিসের মহাপ‌রিচালক ব‌লেন, হামলায় ১৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে। যার প্রতিটির মূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় সন্দেহভাজনদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তি‌নি ব‌লেন, ভবন নির্মাণে ২ শতাংশ অগ্নি নিরাপত্তার জন্য ব্যয় করলে অগ্নি ঝুঁকি কমানো সম্ভব। অগ্নি নির্বাপনে বাংলাদশ ফায়ার সার্ভিস বিশ্বমানের সরঞ্জাম ব্যবহার করছে। যেকোন অগ্নি দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির ৩০ সেকেন্ডের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রেসপন্স করে। গত বছর পেশাগত দায়িত্ব পালনকালে ১৩জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে, যা আগামী ছয়মাসের মধ্যে চালু হতে পারে।

অনুষ্ঠা‌নে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমাদের অগ্নিদুর্ঘটনা নিয়ে আতঙ্ক আছে, কিন্তু সচেতনতা নেই। নেই তেমন কোনো সরকারি-বেসরকারি সঠিক উদ্যোগ। ঢাকা শহরের ৯৮ শতাংশ বিপণিবিতানে অগ্নি ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নেই। কোন রকম নিয়ম নীতি না মেনেই গড়ে উঠেছে উপানুষ্ঠানিক মার্কেটগুলো। কিছু কিছু মার্কেটে লোক দেখানো ফায়ার এস্টিংগুইশার, পানি রিজার্ভট্যাংক, বালুর বালতি, রেসকিউ সিঁড়ি থাকলেও বড় কোন অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় তা মোটেই পর্যাপ্ত নয়। ঢাকা শহরে অপরিকল্পিতভাবে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের লাইন নেয়া হয়েছে। ছোটখাট কোন ভূমিকম্প অথবা অন্য যেকোন দুর্ঘটনায় মাটির নিচ দিয়ে যাওয়া অপরিকল্পিত এসব বিদ্যুৎ ও গ্যাসের লাইন এই শহরকে ভয়াবহ অগ্নিকূপে পরিণত করতে পারে।

তি‌নি আরও ব‌লেন, জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, অপ্রশস্ত সড়ক, ভবন মালিকদের উদাসীনতা, সচেতনতার অভাব, ফায়ার সার্ভিসের সক্ষমতার ঘাটতিসহ নানা কারণে দেশে আগুন লাগার ঝুঁকি কমানো যাচ্ছে না। তাই তাজরিন ফ্যাশন, নিমতলী, ছুরিহাট্টা, হাসেম ফুড, বিএম কন্টেইনার, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে ভবন ব্যবহারকারী ও সরকারি সংস্থাগুলোকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছায়া সংসদে বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি দল প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোরছালীন বাবলা, সাংবাদিক সবুজ ইউনুস ও সাংবাদিক ফারাবী হাফিজ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।