রাজউকে ৮ কোটি টাকার উন্নয়ন কাজের ভাগাভাগি নিয়ে দুই ঠিকাদার গ্রুপের সংঘর্ষের আশংকা!
- আপডেট : ০২:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / 234
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) এ উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৮ কোটি টাকার উন্নয়ন কাজের ভাগাভাগি নিয়ে দুই ঠিকাদার গ্রুপের সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। সমঝোতার ভিত্তিতে একটি গ্রুপ কাজটি বাগিয়ে নেবার পর এখন ঠিকাদার সমিতির নাম ব্যবহার করে অন্য গ্রুপের ঠিকাদারদের ভাগ থেকে বঞ্চিত করায় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
একাধিক সুত্রে জানাগেছে, ২০২২ সালের ৪ অক্টোবর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ১৮ নং সেক্টরের এ ব্লকে সড়ক সংস্কার ও ফুটপথ নির্মাণের জন্য সিঙ্গলফেস দরপত্র আহবান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যার নং ০৬। দরপত্র ড্রপিং, যাচাই বাছাই ও মূল্যায়ণ করার পর ৮ কোটি টাকা মূল্যমানের এই কাজটি ঠিকাদার সমিতির নাম ব্যবহার করে সাধারণ ঠিকাদারদরেকে হুমকি ধামকি দিয়ে এবং রাজউক র্কমর্কতাদরেকে জিম্মি করে বাগিয়ে নেন আলিম-মানিক গ্রুপ। এই কাজরে টাকার ভাগবাটোয়ারা নিয়েই আলিম-মানকি গ্রুপ অন্যান্য ঠিকাদার ও সন্ত্রাসীদরে সাথে বিরোধে জড়িয়ে পড়েছে।
এখন তারা এক গ্রুপ আরেক গ্রুপকে রাজউক ভবনে ঢুকতে দেবে না মর্মে হুমকি দিয়েছে। অন্য গ্রুপটিও একই প্রকার হুমকি দিয়ে রাজউক ভবনের আশে পাশে অবস্থান নিয়েছে। এখন যে কোন সময় তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে পারে। এতে সাধারন ঠিকাদাররা আতংকে রয়েছেন।
এ খবর অবগত হয়ে রাজউক কর্তৃপক্ষ কর্মকর্তা,কর্মচারি ও রাজউক ভবনের নিরাপত্তা বিধানে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।