সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার নিয়ে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / 158
হিন্দু নারীদের তালাক, বিবাহ নিবন্ধন, ভরণপোষণ, অভিভাবকত্ব, সম্পত্তিতে উত্তরাধিকার প্রদানে নীতিমালা প্রণয়নে রুল জারি করেছে হাইকোর্ট।
নারীদের অধিকার বাস্তবায়নে করা রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন, এসএম রেজাউল করিম, মো. শাহিনুজ্জামান ও তামান্না।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয় বিষয়ক সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্টসহ ৯টি সংগঠন হিন্দু নারীদের আইনগত অধিকার নিশ্চিত করতে ও হিন্দু বিবাহ আইনের অসঙ্গতি দূরীকরণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে।