রোড সেফটি নিয়ে শিক্ষার্থীদের সচেতন করছে ডিএমপি
- আপডেট : ০৭:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / 148
রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে জাইকা আমাদের সঙ্গে কাজ করছে। আজকের প্রতিযোগিতায় রোড সেফটির উপর ছাত্র-ছাত্রীরা সুন্দর সুন্দর স্লোগান লিখেছে এবং প্রত্যেকের আইডিয়া সুন্দর ছিল। আমদের ইচ্ছা ছিল সবাইকেই প্রথম পুরস্কার দেয়ার। কিন্তু সেই সুযোগ না থাকায় পুরস্কার দিতে পারেনি।
তিনি আরও বলেন, আমরা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি। তোমরা যদি সচেতন হও, তোমরা অন্যদের সচেতন করতে পারবে। রোড সেফটিতে সতর্কতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
পোস্টার এবং স্লোগান প্রতিযোগিতার লক্ষ্য জাপানের অনুশীলনকে অন্তর্ভুক্ত করে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী এবং নিরাপত্তা দূত হিসেবে তাদের তৈরি করা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্ররা পোস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ১৭০টি পোস্টার জমা দেয়া হয়েছিল, সেই সঙ্গে কলেজের ছাত্ররা স্লোগান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং ৪১০টি স্লোগান ব্যবহার করা হয়।
ডিএমপি, জাইকা, জেট্রো (জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন), জেসিআইএডি (ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন) এবং ডিআরএসপি ১০০জনেরও বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতে চমৎকার ১০টি পোস্টার এবং ১০টি স্লোগানের জন্য পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অন্যদেরও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো.মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান প্রমুখ।