নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসলেও সমস্যা নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ১২:৪৪:২৭ অপরাহ্ন, সোমাবার, ২ অক্টোবর ২০২৩
- / 177
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসলেও সমস্যা নেই।
বিদেশি পর্যবেক্ষক বিষয়ে প্রশ্ন করলে উল্টো প্রশ্ন করে তিনি বলেন, বিদেশমুখিতা কেন আপনাদের, নিজেদের ওপর আত্মবিশ্বাস নেই? শেখ হাসিনার আত্মবিশ্বাস আছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
নির্বাচন ঘিরে নানা ধরনের নীতি ও নিষেধাজ্ঞার আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আমাদের ওপর স্যাংশন দেবে, তাদের ওপরেও আমরা স্যাংশন দেবো। সময়মতো আমরা প্রস্তুতি নেবো।
তিনি বলেন, ভিসা নীতি নিয়ে কোনো দুশ্চিন্তা বা মাথাব্যথা নেই। যারা নির্বাচনে আসবে না তাদের পক্ষে নেই যুক্তরাষ্ট্র।
ড. এ কে আব্দুল মোমেন অভিযোগ করেন, মূলত বিদেশিরা বিক্রি করতে আসে। অন্যান্য চাপ দেয় যাতে তাদের বিক্রি বাড়ে।