ঈদের আগেই শ্রমিকদের বেতন দেয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / 121
ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

এতে সাড়া দিয়ে মালিকপক্ষ সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলেও আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।

আজ বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৭৭তম সভা চলাকালীন প্রতিমন্ত্রী সংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, “সভায় বেতন, বোনাস, ছুটি, ছাঁটাইসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মালিকপক্ষকে বলা হয়েছে, বিভিন্ন খাতের শ্রমিকদের ছুটি কোনোভাবেই সরকারি ছুটির কম হবে না। ছুটি দিতে হবে কারখানার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এমনকি কোনো কারখানা লে অফ করা যাবে না।”

নজরুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা আশা করছি, বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। ঈদের ছুটির আগেই সকল সেক্টরের শ্রমিক বেতন-বোনাস পেয়ে যাবেন।

বৈঠকে তৈরি পোশাকসহ অন্যান্য খাতের মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের আগেই শ্রমিকদের বেতন দেয়ার নির্দেশ 

আপডেট : ০৩:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

এতে সাড়া দিয়ে মালিকপক্ষ সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলেও আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।

আজ বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৭৭তম সভা চলাকালীন প্রতিমন্ত্রী সংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, “সভায় বেতন, বোনাস, ছুটি, ছাঁটাইসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মালিকপক্ষকে বলা হয়েছে, বিভিন্ন খাতের শ্রমিকদের ছুটি কোনোভাবেই সরকারি ছুটির কম হবে না। ছুটি দিতে হবে কারখানার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এমনকি কোনো কারখানা লে অফ করা যাবে না।”

নজরুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা আশা করছি, বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। ঈদের ছুটির আগেই সকল সেক্টরের শ্রমিক বেতন-বোনাস পেয়ে যাবেন।

বৈঠকে তৈরি পোশাকসহ অন্যান্য খাতের মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।