‘দুই মাসের মধ্যে পাকিস্তান সরকারের পতন হবে’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / 57
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস টিকবে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার (৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলার সুযোগে এ মন্তব্য করেন তিনি।

ইমরান খান বলেন, ‘সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন। তারা কিছু মেনে নিতে চান না। এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এই সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।’

দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, সিইসি অতীতে ‘জালিয়াতির নির্বাচনের’ আয়োজন করেছিলেন। উপনির্বাচনের সময় তারা ‘জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিলেন’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘দুই মাসের মধ্যে পাকিস্তান সরকারের পতন হবে’

আপডেট : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস টিকবে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার (৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলার সুযোগে এ মন্তব্য করেন তিনি।

ইমরান খান বলেন, ‘সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন। তারা কিছু মেনে নিতে চান না। এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এই সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।’

দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, সিইসি অতীতে ‘জালিয়াতির নির্বাচনের’ আয়োজন করেছিলেন। উপনির্বাচনের সময় তারা ‘জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিলেন’।