রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় তাপসী রাবেয়া হলের ফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৪৭৩ ও শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৩৬ ভোট পেয়েছেন।
জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৪০৮ ও ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৫৪ ভোট পেয়েছেন।
এ ছাড়াও এজিএস পদে এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৪৫ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ১৯৭ ভোট পেয়েছেন।