বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ‘জুলাই সনদ’-এ জুলাইয়ের অগ্রসেনানীদের সংযুক্ত করার দাবি জানিয়েছেন। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর নিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ দাবি করেন।
ড. মঈন খান এই মুহূর্তে সৃষ্ট পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অনভিপ্রেত’ মনে করছেন। অনেকের এই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত না হওয়াটা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই আজ হঠাৎ সবকিছুতেই একমত হয়ে যাবে, এটাও কোন বাস্তবতা নয়। সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব।
তিনি আরও বলেন, এই সনদকে অর্থবহ করতে হলে অবশ্যই জুলাইয়ের অগ্রসেনানীদেরও সংযুক্ত করতে হবে।
বিএনপির এই নেতা প্রশ্ন তুলেছেন, কেন কিছু মৌলিক বিষয়ে একমত হওয়া গেল না অথবা কেনই বা ফোকাল পয়েন্ট থেকে সরে গিয়ে আলোচনার ক্যানভাস হাজারো বিষয়ে উন্মুক্ত করে দেওয়া হলো। তিনি সমন্বয়ের গুরু দায়িত্বপ্রাপ্তদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
এছাড়া, ড. মঈন খান এ প্রশ্নও রাখেন যে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি এই জটিল প্রক্রিয়ায় (এক্সারসাইজে) যাওয়ার আদৌ কোনও প্রয়োজন ছিল, নাকি সেটা স্বল্পতম সময়ে অনুষ্ঠিত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকারের হাতে তুলে দেওয়া অধিক যুক্তিযুক্ত হতো?