শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা সংযোগ কমিউনিকেশনস’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ১৭, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে দক্ষতার সঙ্গে কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা করল সংযোগ কমিউনিকেশন্স লি.। উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর পুরানা পল্টনে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কার্যক্রম শুরু করেছে সংযোগ কমিউনিকেশন্স।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কাজের মধ্যে থাকবে মিডিয়া প্ল্যানিং ও বায়িং, পাবলিক রিলেশনস, ডিজিটাল, স্ট্র্যাটেজি ও ক্রিয়েটিভ, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশনস, আউটডোর অ্যাক্টিভিটিস ইত্যাদি। ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে সংযোগ কমিউনিকেশন্স অংশীজনের মাঝে আস্থার জায়গা তৈরির জন্য কাজ করতে চায়।

সংযোগ কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান নির্বাহী শহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটের মধ্যে মানসম্মত ও কার্যকর সেবা প্রয়োজন। এ লক্ষ্যে আমরা অত্যন্ত পেশাদার একটি টিম একত্র হয়েছি। ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের প্রয়োজনীয় সেবা প্রদানে এবং জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা বদ্ধপরিকর।’ আমাদের এ যাত্রায় সবাইকে পাশে থাকার বিনীত আহবান করছি। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় সংযোগ কমিউনিকেশন্স লিমিটেডকে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।