শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গাজা যুদ্ধবিরতিতে তুরস্কের ভূমিকা প্রশংসা করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতিতে তুরস্কের ভূমিকা প্রশংসা করেছে জার্মানি। আঙ্কারা সফরের আগে বার্লিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতে তুরস্ক তার মধ্যস্থতার ভূমিকার মাধ্যমে গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতিতে অবদান রেখেছে।”

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির মাধ্যমে এমন অনেক কিছু অর্জন করা হয়েছে, যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব মনে হচ্ছিল। গাজার জনগণের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের পথে কাজ শুরু হয়েছে।”

তিনি জানান, জার্মানি ও তুরস্ক একসঙ্গে মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য ঘোষিত ২০-দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, হামাসের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় জোহান ওয়াদেফুল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায়