রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারন অর রশিদ হারুন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি বালিয়াকান্দি জেলা পরিষদ অডিটোরিয়াম বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে  উপজেলায় কর্মরতন সাংবাদিকদের সঙ্গে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল মিয়া, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাফর আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল ইসলাম শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। আর আপনারা সেই দর্পণের পারদ। আপনারা সকল ধরনের সংগবাদ পরিবেশন করবেন। আমি যদি অন্যায় করি তাহলে সেই সংবাদও পরিবেশন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের পুর্ণ নিরাপত্তা দেওয়া হবে।