শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের তেলেঙ্গানায় জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচন ঘিরে রীতিমতো তোলপাড়। কারণ ভোটার তালিকায় নাকি জায়গা পেয়েছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্টির তিন নামজাদা তারকা তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুলপ্রীত সিং। অভিনেত্রীদের নামে জাল ভোটার কার্ড ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্যকর তদন্ত, নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে তিন নায়িকার নাম ও ছবিসংবলিত ভোটার কার্ড ভাইরাল হয়। তাতে দেখা যায়, তিনজনের ঠিকানাই একই যা আরও সন্দেহ উসকে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো তামান্না, সামান্থা বা রাকুলপ্রীত কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।

চলতি বছরের জুনে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যুর পর ওই আসনটি শূন্য হয়। আগামী ১১ নভেম্বর সেখানে উপনির্বাচন হবে। আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব, বিআরএস প্রার্থী মগন্তি সুনীতা (প্রয়াত বিধায়কের স্ত্রী) এবং বিজেপির দীপক রেড্ডি। সম্প্রতি ভুয়া ভোটার কার্ড তৈরির অভিযোগে বিআরএস কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে। সেই পরিপ্রেক্ষিতেই তিন নায়িকার নাম এ ঘটনায় জড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।