চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন শ্রমিকরা। শনিবার সকাল থেকে তারা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
বন্ধ হওয়া কারখানাগুলো হলো: প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ার, প্যাসিফিক এক্সেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যার্স, ইউনিভার্সাল জিন্স, এইচটি ফ্যাশন এবং জিন্স ২০০০।
বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভের জেরে প্যাসিফিক গ্রুপের ৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়।
কারখানাগুলো হলো- প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন ও জিন্স ২০০০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবর থেকে কিছু শ্রমিক বেআইনিভাবে কর্মবিরতি পালন করেন। বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা কাজে ফেরেননি। বরং ১৫ ও ১৬ অক্টোবরও উচ্ছৃঙ্খল আচরণ করে এবং নিজেদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও কর্মকর্তাদের ওপর হামলা চালান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিকদের এ ধরনের আচরণ ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯’ অনুযায়ী বেআইনি ধর্মঘট হিসেবে গণ্য হয়। এ অবস্থায় কারখানার কার্যক্রম চালু রাখা অসম্ভব হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।