বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। গত ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানের হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছিল আফগানিস্তান। সেই থেকে দুই দেশের এই হামলা পাল্টা হামলা চলছে। শুক্রবার (১৭ অক্টোবর) পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের দাবি, এতে তাদের ৩ ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৭ জন।
এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহত তিন ক্রিকেটার পরিচয় প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা লেখে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পাকতিকা প্রদেশের উরগন জেলার তরুণ ক্রিকেটারদের ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাপুরুষোচিত হামলায় শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
তারা আরও লেখে, এই হৃদয়বিদারক ঘটনায় উরগন জেলার তিনজন ক্রিকেটার কাবির, সিবগাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত এবং সাতজন গুরুতর আহত হন। নিহত ক্রিকেটাররা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ গ্রামে ফেরার পর তারা এই বর্বর হামলার শিকার হন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) উরগনের শহীদ ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুকে দেশের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ ও ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করছে।
বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড আরও লেখে, এসিবি শহীদদের শোকসন্তপ্ত পরিবার এবং পাকতিকা প্রদেশের সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছে। এই বর্বর ঘটনার পরিপ্রেক্ষিতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ (যেখানে পাকিস্তান অংশগ্রহণকারী দল) থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিরিজটি আগামী নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সিদ্ধান্ত আফগানিস্তানের জাতীয় মর্যাদা, মানবিকতা এবং ক্রীড়াঙ্গনের নৈতিক মূল্যবোধ রক্ষার এক প্রতীক।