বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তীরে এসে ডুবল তরী, জ্যোতি বললেন ‘হৃদয়বিদারক’

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

টানা তিনটি ম্যাচ; প্রথমে ইংল‌্যান্ড, মাঝে দক্ষিণ আফ্রিকা এবং সবশেষ শ্রীলঙ্কা। তিন ম্যাচেই জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ। নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জেতা নিগার সুলতানা জ্যোতির দল তাতেই সুযোগ হারিয়েছে সেমিফাইনালে খেলার। এতো কাছে এসেও জিততে না পারাটাকে হৃদয়বিদারক বলছেন অধিনায়ক জ্যোতি।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় যা ঘটল তা যেকোনো চিত্রনাট‌্যকেও হার মানায়। ৬ উইকেট হাতে রেখে ১২ বলে ১২ রানের সমীকরণটা মেলাতে পারেনি দল। শেষের ব্যাটিং ব্যর্থতায় ১ রানে ৫ উইকেট হারিয়ে ৭ রানে পরাজয়ের তেতো স্বাদ পেয়ে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের।

এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল কেবল দেখেছেন জ‌্যোতি। শেষদিকে নিজেও দলের প্রয়োজনে আক্রমণাত্মক হতে গিয়ে ধরা পড়েছেন ৭৭ রানে। ম্যাচ হেরে পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে ডাগআউটে তার বসে থাকা নিশ্চিতভাবেই সমর্থকদের কষ্ট দিয়েছে। সংবাদ সম্মেলনেও কষ্ট লুকাতে পারেননি অধিনায়ক।

জ্যোতি বলছেন, ‘এটা (পরাজয়) সত্যিই হৃদয়বিদারক। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচ এমনভাবে খেলেছি। ভাগ‌্য নয়, এটা অবশ্যই আমাদের ভুল। তৃতীয়বারের মতো এরকম ঘটনা। আমরা শেষ মুহূর্তে সঠিকভাবে শেষ করতে ব্যর্থ হচ্ছি। এই ধরণের লক্ষ্য তাড়া করার সময় শেষ ওভারে ম‌্যাচ নিয়ে যাওয়া উচিত নয়। এটা আমাদের দোষ।’

‘আর একটা কথা, আমি এবং সুপ্তা সেখানে খুব ভালো ব্যাটিং করছিলাম। আমরা বেশ স্থির ছিলাম। এবং তারপর সুপ্তা উঠে গেল কারণ ক্র্যাম্পিং ছিল। যা আমাদের ছন্দ নষ্ট করেছে। পরবর্তীতে আমাদের পার্টনারশিপ গড়ে তুলতে কিছুটা সময় নিতে হয়েছিল। এবং এক পর্যায়ে আমি মনে করি আমরা কোনও বাউন্ডারিও খুঁজে পাইনি। যার কারণে আমাদের চরম মূল‌্য দিতে হয়েছে।’- যোগ করেন জ্যোতি।

তিনটি ম্যাচে এমন হার। বারবার এমন হারকে জ‌্যোতি ভাগ‌্যের দোষারপ দিচ্ছেন না। বরং নিজেদের ব‌্যর্থতাকেই বড় করে দেখছেন অধিনায়ক, ‘না, না, এটা অবশ্যই আমাদের ভুল। এটা শুধু একটা ম্যাচ নয়; এটা তৃতীয়বারের মতো এরকম ঘটনা। আমার মনে হয় আমরা শেষ মুহূর্তে সঠিকভাবে শেষ করতে ব্যর্থ হচ্ছি। এই ধরণের লক্ষ্য তাড়া করার সময় আমাদের শেষ ওভারে নিয়ে যাওয়া উচিত নয়। এটা আমাদের দোষ।’

শ্রীলঙ্কার বিপক্ষে হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বাকি আছে একটি ম্যাচ। আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল দল। ভারতকে হারিয়ে শেষ করতে পারলে বলার মতো অর্জন থাকবে।