খালি চোখেই আকাশে দেখা যাচ্ছে বৃহস্পতি আর শনি

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / 225
::যুগের কন্ঠ ডেস্ক::

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এখন অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। মেঘমুক্ত আকাশে সন্ধ্যার পর খালি চোখেই দেখা যাচ্ছে বৃহস্পতিকে। পাশাপাশি আকাশে উজ্জ্বল হয়ে ওঠেছে শনিগ্রহ। আগস্টের শেষ সপ্তাহ জুড়ে বৃহস্পতি আর শনি গ্রহকে দেখা যাবে খালি চোখেই।

নাসা জানিয়েছে, ২২ আগস্টের পর থেকে আকাশে চাঁদের বাঁ দিকে একটু উপরে দেখা যাচ্ছে উজ্জ্বল লালচে একটি বড় তারা। ওটাই বৃহস্পতি গ্রহ। সব তারার চেয়ে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম। আর খানিকটা নীলাভ শনিকে দেখা যাচ্ছে বৃহস্পতির উপরে একটু ডান পাশে। গ্রহ দুটি দেখতে টেলিস্কোপের প্রয়োজন নেই। খালি চোখেই রাতের আকাশেই গ্রহ দুটি দেখা যাচ্ছে।

জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যকে প্রদক্ষিণের কক্ষপথে গত ২১ আগস্ট থেকে গ্রহরাজ বৃহস্পতির অবস্থন পৃথিবীর বিপরীত দিকে; অর্থাৎ পৃথিবীর যে দিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো পাশে। আবার একই সময় সৌরজগতের রহস্যময় গ্রহ শনিও অবস্থান করছে কাছাকাছি। এতে পৃথিবীর সর্বত্রই রাতের আকাশে বৃহস্পতি ও শনি দু’টি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালি চোখেই আকাশে দেখা যাচ্ছে বৃহস্পতি আর শনি

আপডেট : ০২:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
::যুগের কন্ঠ ডেস্ক::

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এখন অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। মেঘমুক্ত আকাশে সন্ধ্যার পর খালি চোখেই দেখা যাচ্ছে বৃহস্পতিকে। পাশাপাশি আকাশে উজ্জ্বল হয়ে ওঠেছে শনিগ্রহ। আগস্টের শেষ সপ্তাহ জুড়ে বৃহস্পতি আর শনি গ্রহকে দেখা যাবে খালি চোখেই।

নাসা জানিয়েছে, ২২ আগস্টের পর থেকে আকাশে চাঁদের বাঁ দিকে একটু উপরে দেখা যাচ্ছে উজ্জ্বল লালচে একটি বড় তারা। ওটাই বৃহস্পতি গ্রহ। সব তারার চেয়ে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম। আর খানিকটা নীলাভ শনিকে দেখা যাচ্ছে বৃহস্পতির উপরে একটু ডান পাশে। গ্রহ দুটি দেখতে টেলিস্কোপের প্রয়োজন নেই। খালি চোখেই রাতের আকাশেই গ্রহ দুটি দেখা যাচ্ছে।

জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যকে প্রদক্ষিণের কক্ষপথে গত ২১ আগস্ট থেকে গ্রহরাজ বৃহস্পতির অবস্থন পৃথিবীর বিপরীত দিকে; অর্থাৎ পৃথিবীর যে দিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো পাশে। আবার একই সময় সৌরজগতের রহস্যময় গ্রহ শনিও অবস্থান করছে কাছাকাছি। এতে পৃথিবীর সর্বত্রই রাতের আকাশে বৃহস্পতি ও শনি দু’টি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।