এশিয়ার প্রথম বড় অর্থনীতির দেশ হিসেবে সুদের হার বাড়ালো দক্ষিণ কোরিয়া
- আপডেট : ১১:২৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 153
দেশটির অর্থনৈতিক নীতিনির্ধারকরা বলছেন, অর্থনীতিতে ভারসাম্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বের প্রায় সবগুলো কেন্দ্রীয় ব্যাংক করোনা মহামারির কারণে অর্থনৈতিক সংকট মোকাবেলার চ্যালেঞ্জের মধ্যে আছে।
প্রায় তিন বছর পর প্রথম দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের মূল সুদের হার বাড়ালো। মহামারির কারণে বিশ্বের অনেক দেশে মুদ্রাস্ফিতি বেড়েছে।
এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার নীতিনির্ধারকরা গত মে মাস থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন যে, তারা ঋণের মূল সুদের হার বাড়াতে চলেছেন।
গত মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দক্ষিণ কোরিয়ার একাংশে লকডাউন জারি করা হয়। এ কারণে সিদ্ধান্ত বাস্তাবায়নে কিছুটা বিলম্ব হয়েছে।
জানা যায়, করোনা মহামারির মধ্যে বিশ্বের যেসব দেশ এখন পর্যন্ত তাদের সুদের হার বাড়িয়েছে, সেগুলোর প্রায় সবক’টিই উদীয়মান অর্থনীতির দেশ। গত সপ্তাহে শ্রীলঙ্কা এশিয়ার প্রথম দেশ হিসেবে সুদের হার বাড়িয়েছে।