বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তানজিন তিশাকে আইনি নোটিশ

বিনোদন রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।

একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। এ কারণেই তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

আজ বুধবার (২২ অক্টোবর) আইনজীবীর মাধ্যমে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান সেই উদ্যোক্তা।

নোটিশে বলা হয়, আপনি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া জগতের সঙ্গে জড়িত। মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন, যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।

এতে বলা হয়, আপনি অত্র নোটিশ গ্রহীতা আপনার ভেরিফাইড ইন্সটাগ্রাম আইডি থেকে উক্ত শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করিলে, আমার মক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে উক্ত শাড়িটি পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেয়ার ইচ্ছা প্রকাশ করে এবং এবং আপনার বসবাসকৃত আবাসস্থলের ঠিকানায় শাড়িটি জরুরি ভিত্তিতে পৌঁছে দেয়া হয়। আমার মক্কেল উক্ত নোটিশ দাতা আপনার কথার উপর সরল বিশ্বাসে শাড়িটি আপনার বাসায় পৌঁছে দেন। আপনি তৎপর হইতে নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দ্বারা শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

নোটিশে আরও বলা হয়েছে, আপনি অত্র লিগ্যাল নোটিশ গ্রহীতা ১৮ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে পেজ প্রমোশন না করে পেজ কর্তৃপক্ষের সহিত বিগত ৬ মাসের অধিক সময় কোন যোগাযোগ রক্ষা করেন নাই। পরবর্তীতে আপনি অত্র নোটিশ গ্রহীতা আপনার অর্ডারকৃত আপনার কাছে আমার মক্কেল কর্তৃক পাঠানো শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা থেকে বিরত ছিলেন।

আইনি নোটিশে বলা হয়, অতঃপর উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক’, যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলছাতুরি মাত্র। আপনি একজন পরিচিত অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপিকা হওয়া সত্ত্বেও ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পেজ প্রমোশনের বিপরীতে গ্রহণ করে আপনি এখনও পেজ প্রমোশন/শাড়িটির মূল্য পরিশোধ করা হতে বিরত থেকে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন, যা বাংলাদেশ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, যেহেতু ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মক্কেলের কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনো পেজ প্রমোশন না করে আমার মক্কেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। অতএব, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আমার মক্কেলের নিকট হতে গ্রহণকৃত শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ লাখ টাকা আমার মক্কেল বরাবরে পরিশোধ করবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করবেন। অন্যথায়, আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনে উল্লিখিত ধারাসহ অপরাপর ধারাগুলোতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে, যার দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।