রোববার ভায়াডাক্টের ওপর চলবে মেট্রোরেল

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / 153
প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ির ডিপো থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালানো পর এবার ভায়াডাক্টের (উড়ালপথ) ওপর ট্রেন চালানোর শেষ পর্যায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে রোববারই ভায়াডাক্টেরওপর পরীক্ষামূলকভাবে মেট্রোরেলের ট্রেন চলবে। এ দিন সকালে উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। এরপরের ধাপে তা চলবে আগারগাঁও পর্যন্ত।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সমন্বয়কারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, ভায়াডাক্টে মেট্রো ট্রেন চালানোর প্রস্তুতির অংশ হিসেবে সকাল ৬টার দিকে মেট্রোরেলের একটি ট্রেন ডিপো থেকে উত্তরা নর্থ স্টেশন হয়ে পল্লবী পর্যন্ত চলাচল করে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম স্বপ্নের মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে । বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে।

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও মেট্রোরেলের কাজ পুরোদমে চালানো হচ্ছে উল্লেখ করে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, করোনা মোকাবিলা করেই প্রকল্পের কাজ এগিয়ে নিতে হচ্ছে। আমরা ভায়াডাক্টের ওপর মেট্রোট্রেন পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছি। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ছোট পরিসরে উত্তরায় ডিপো এলাকার মধ্যে ট্রেনের টেস্ট রান শেষ হয়েছে। এখন ডিপো এলাকার মধ্যে ট্রেনের ট্রায়াল রান শেষ পর্যায়ে রয়েছে। তারপর এ মাসের মধ্যেই ভায়াডাক্টের ওপর মেট্রোট্রেনের ট্রায়াল রান শুরু করার প্রস্তুতি চলছে। এখন তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএমটিসিএল এর দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা-কমলাপুর মেট্রোরেল প্রকল্পে প্রায় সাত হাজার বিদেশি কাজ করছেন। গত ডিসেম্বর পর্যন্ত প্রকল্পে যুক্ত ৩২১ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ যাবত আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন।

ঢাকার প্রথম মেট্রোরেল উত্তরা-মতিঝিলের এমআরটি লাইন-৬ নির্মাণ শুরু হয়েছিল ২০১৭ সালের আগস্টে। চার বছর পেরিয়ে শেষ প্রান্তে চলে এসেছে দেশের প্রথম মেট্রোরেল লাইনের উত্তরা-আগারগাঁও অংশের কাজ। এখন পর্যন্ত পূর্তকাজের অগ্রগতি ৮৮ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার হয়ে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের পূর্তকাজ সম্পন্ন হয়েছে ৬৬ দশমিক ৭৪ শতাংশ। মেট্রো লাইনের উত্তরা-আগারগাঁও অংশে আগামী বছরের ডিসেম্বর নাগাদ ট্রেন চালুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোববার ভায়াডাক্টের ওপর চলবে মেট্রোরেল

আপডেট : ১২:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ির ডিপো থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালানো পর এবার ভায়াডাক্টের (উড়ালপথ) ওপর ট্রেন চালানোর শেষ পর্যায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে রোববারই ভায়াডাক্টেরওপর পরীক্ষামূলকভাবে মেট্রোরেলের ট্রেন চলবে। এ দিন সকালে উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। এরপরের ধাপে তা চলবে আগারগাঁও পর্যন্ত।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সমন্বয়কারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, ভায়াডাক্টে মেট্রো ট্রেন চালানোর প্রস্তুতির অংশ হিসেবে সকাল ৬টার দিকে মেট্রোরেলের একটি ট্রেন ডিপো থেকে উত্তরা নর্থ স্টেশন হয়ে পল্লবী পর্যন্ত চলাচল করে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম স্বপ্নের মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে । বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে।

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও মেট্রোরেলের কাজ পুরোদমে চালানো হচ্ছে উল্লেখ করে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, করোনা মোকাবিলা করেই প্রকল্পের কাজ এগিয়ে নিতে হচ্ছে। আমরা ভায়াডাক্টের ওপর মেট্রোট্রেন পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছি। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ছোট পরিসরে উত্তরায় ডিপো এলাকার মধ্যে ট্রেনের টেস্ট রান শেষ হয়েছে। এখন ডিপো এলাকার মধ্যে ট্রেনের ট্রায়াল রান শেষ পর্যায়ে রয়েছে। তারপর এ মাসের মধ্যেই ভায়াডাক্টের ওপর মেট্রোট্রেনের ট্রায়াল রান শুরু করার প্রস্তুতি চলছে। এখন তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএমটিসিএল এর দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা-কমলাপুর মেট্রোরেল প্রকল্পে প্রায় সাত হাজার বিদেশি কাজ করছেন। গত ডিসেম্বর পর্যন্ত প্রকল্পে যুক্ত ৩২১ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ যাবত আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন।

ঢাকার প্রথম মেট্রোরেল উত্তরা-মতিঝিলের এমআরটি লাইন-৬ নির্মাণ শুরু হয়েছিল ২০১৭ সালের আগস্টে। চার বছর পেরিয়ে শেষ প্রান্তে চলে এসেছে দেশের প্রথম মেট্রোরেল লাইনের উত্তরা-আগারগাঁও অংশের কাজ। এখন পর্যন্ত পূর্তকাজের অগ্রগতি ৮৮ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার হয়ে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের পূর্তকাজ সম্পন্ন হয়েছে ৬৬ দশমিক ৭৪ শতাংশ। মেট্রো লাইনের উত্তরা-আগারগাঁও অংশে আগামী বছরের ডিসেম্বর নাগাদ ট্রেন চালুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।