মডার্নার টিকায় কালো কণা পেয়েছিল জাপান

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 138
মডার্নার করোনা টিকার একটি শিশিতে বিদেশি বস্তু পাওয়ার পর জাপান ওই টিকার পুরো ব্যাচটির প্রয়োগ স্থগিত করেছে। জাপানের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির কানাওয়াগা এলাকায় একজন ফার্মাসিস্ট মডার্নার টিকার একটি শিশিতে কয়েকটি কালো কণা দেখতে পেয়েছেন।

বুধবার বিবিসির খবরে বলা হয়, ওই ব্যাচ থেকে জাপানে ইতোমধ্যে ৩ হাজার ৭৯০ জন টিকা গ্রহণ করেছেন। মডার্না ওই ব্যাচের বাকি টিকাগুলোর প্রয়োগ স্থগিত রাখা হয়েছে।

টিকা প্রয়োগ করার আগে যাচাই করার সময় এ কালো কণা দেখতে পান জাপানের ওই ফার্মাসিস্ট। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সম্ভাব্য এ কালো কণার কারণে সেখানে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা যায়নি।

এর এক সপ্তাহ আগে দূষণের অভিযোগে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকার প্রয়োগ স্থগিত করেছিল জাপান।

টাকেডা ফার্মাসিউটিক্যালস জাপানে করোনা ভ্যাকসিনের (টিকা) সরবরাহ ও বিক্রি করে থাকে। তারা মর্ডানার অন্তত তিনটি ব্যাচের টিকার প্রয়োগ স্থগিত রেখেছে।

স্পেনের ফার্মাসিটিক্যাল ফার্ম রবি মডার্নার এ টিকার বোতলিকরণ করে থাকে। কালো কণা পাওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে তারা বলছে, স্পেনে টিকা বোতলে প্রক্রিয়াজাত করার সময় হয়তো এ কালো কণা থেকে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মডার্নার টিকায় কালো কণা পেয়েছিল জাপান

আপডেট : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
মডার্নার করোনা টিকার একটি শিশিতে বিদেশি বস্তু পাওয়ার পর জাপান ওই টিকার পুরো ব্যাচটির প্রয়োগ স্থগিত করেছে। জাপানের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির কানাওয়াগা এলাকায় একজন ফার্মাসিস্ট মডার্নার টিকার একটি শিশিতে কয়েকটি কালো কণা দেখতে পেয়েছেন।

বুধবার বিবিসির খবরে বলা হয়, ওই ব্যাচ থেকে জাপানে ইতোমধ্যে ৩ হাজার ৭৯০ জন টিকা গ্রহণ করেছেন। মডার্না ওই ব্যাচের বাকি টিকাগুলোর প্রয়োগ স্থগিত রাখা হয়েছে।

টিকা প্রয়োগ করার আগে যাচাই করার সময় এ কালো কণা দেখতে পান জাপানের ওই ফার্মাসিস্ট। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সম্ভাব্য এ কালো কণার কারণে সেখানে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা যায়নি।

এর এক সপ্তাহ আগে দূষণের অভিযোগে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকার প্রয়োগ স্থগিত করেছিল জাপান।

টাকেডা ফার্মাসিউটিক্যালস জাপানে করোনা ভ্যাকসিনের (টিকা) সরবরাহ ও বিক্রি করে থাকে। তারা মর্ডানার অন্তত তিনটি ব্যাচের টিকার প্রয়োগ স্থগিত রেখেছে।

স্পেনের ফার্মাসিটিক্যাল ফার্ম রবি মডার্নার এ টিকার বোতলিকরণ করে থাকে। কালো কণা পাওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে তারা বলছে, স্পেনে টিকা বোতলে প্রক্রিয়াজাত করার সময় হয়তো এ কালো কণা থেকে গেছে।