নিউ ইয়র্কে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানী
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 135
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা ও টর্নোডোয় অন্তত ৯ জনের প্রাণহানী হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি জানায়, বন্যার কারণে অনেক লোক তাদের বাড়িতে আটকা পড়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর বন্যার জেরে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করেছেন। নিউ ইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লাসিও এটা ‘ঐতিহাসিক আবহাওয়াজনিত ঘটনা’ বলে বর্ণনা করেছেন। ভারি বৃষ্টিপাতের কারণে এ বন্যা দেখা দেয়।
নিউ ইয়র্ক শহরের প্রায় সবগুলো পাতাল রেল বন্যার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি যানবাহন ছাড়া অন্য সব যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নিউ ইয়র্কের সঙ্গে নিউ জার্সিতেও বিমানের বহু ফ্লাইট ও ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
নিউ জার্সির প্যাসাইক শহরের মেয়র হেক্টর লরা সিএনএনকে বলেন, ৭০ বছরের এক ব্যক্তির মরদেহ বন্যার পানিতে ভাসিয়ে নেয়া একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। নিউ ইয়র্কে মৃতদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে।