শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন চুক্তি করে মিয়ামিতেই থেকে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লিওনেল মেসি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল জাদুকর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির হয়ে খেলবেন। আজ এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি।

অফিশিয়াল এক্স পেজে একটি ভিডিও পোস্ট করেছে ফ্লোরিডার ক্লাবটি। সেখানে দেখা যা, মিয়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসি নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন। ভিডিওটির ক্যাপশনে মিয়ামি কর্তৃপক্ষ লিখে দিয়েছে ‘হি ইজ হোম’।

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মিয়ামিতে নাম লেখেন মেসি। বর্তমান চুক্তি ২০২৫ এমএলএস মৌসুমের মাধ্যমে শেষ হয়ে যাবে। নতুন চুক্তির পর অনেকটা নিশ্চিতই বলা যায় যে, ২০২৬ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন মেসি।

মিয়ামির সঙ্গে নিজের নতুন চুক্তি নিয়ে মেসি বলেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই খুশি। এই মিয়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। মিয়ামিতে আসার পর থেকে খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

মেসির নতুন চুক্তি নিয়ে ইন্টার মিয়ামির সহমালিক ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেন, ‘মেসি এখনো আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং এখনো জিততে চান। মালিক হিসেবে এমন একজন ফুটবলারকে পাওয়া আমাদের জন্য খুব সৌভাগ্যের, যে খেলাটিকে এত ভালোবাসেন এবং যে এই দেশে খেলার জন্য এত কিছু করেছেন এবং তরুণ প্রতিভার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’