শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনা কর্মকর্তাদের পক্ষে না লড়ার যে কারণ জানালেন আইনজীবী সারোয়ার

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না বলে ঘোষণা দিয়েছেন আইনজীবী এম সারোয়ার হোসেন।

বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি। যদিও অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে ট্রাইব্যুনালের শুনানিতে অংশ নিয়েছিলেন এই আইনজীবী।

ব্যাপকভাবে সমালোচিত এসব সেনা কর্মকর্তার পক্ষে না লড়ার বিষয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেছেন, মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তার হয়ে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন।

তিনি আরও জানান, অতীতে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের যে অভিযোগ তিনি করেছিলেন, এই ১৫ জনের মধ্যে তাদের একজন রয়েছেন। মূলত, এ কারণেই এই মামলার আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সারোয়ার।

অবশ্য গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন আইনজীবী এম সারোয়ার হোসেন। তিনি নিজেও সাবেক সেনা কর্মকর্তা।