লাফিয়ে বাড়ছে শেয়ারের দাম, ঝুঁকিতে সাধারণ বিনিয়োগকারী

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / 206

বাড়ছে শেয়ারের দাম

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারের দাম। সে সঙ্গে বাড়ছে সূচক ও লেনদেন। গত কয়েক মাস ধরে পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম অতিমূল্যায়তি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমানে বাজারে বেশ কিছু দুর্বল কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। বেশকিছু শেয়ার নিয়ে জুয়া খেলা হচ্ছে। এই জুয়া খেলা বন্ধ না হলে আবারও বড় ধরনের লোকসানে মুখে পড়তে পারেন বিনিয়োগকারীরা।

এ ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীদি বিভাগের শিক্ষকব অধ্যাপক আবু আহমেদ সারাবাংলাকে বলেন, পুঁজিবাজারে সব শেয়ার না হলেও বেশ কিছু দুর্বল কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কিছু জুয়ারি কারসাজি করে এসব শেয়ারের দাম বাড়ি্য়েছে। সাধারণ বিনিয়োগকারীদের জুয়াড়িদের পেছনে ছুটলে ক্ষতিগ্রস্ত হতে হবে।

তিনি বলেন, ‘কোম্পানির ফান্ডামেন্টাল দেখে ভালো শেয়ার কিনতে হবে। এখনও বাজারে অনেক ভালো শেয়ার রয়েছে যেগুলোর দাম তুলনামূলকভাবে বাড়েনি। ফলে বিনিয়োগকারীদের দেখে শুনে বিনিয়োগ করতে হবে। অন্যথায় ঝুঁকির মুখে পড়তে হবে।’

এদিকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনশেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৬২ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৮৮১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির ১৭৭টির দাম বেড়েছে, কমেছে ১৭৭টির এবং ২২টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকা।

আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫৮ পয়েন্টে উন্নীত হয়। অন্যদিকে ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৪৭ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩২ টি কোম্পানির ৩ কোটি ১৪ লাখ ১৩ হাজার ৭৯২টি শেয়ার ও মিউচ্যয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৯৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬২ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১২১ পয়েন্টে উন্নীত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাফিয়ে বাড়ছে শেয়ারের দাম, ঝুঁকিতে সাধারণ বিনিয়োগকারী

আপডেট : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারের দাম। সে সঙ্গে বাড়ছে সূচক ও লেনদেন। গত কয়েক মাস ধরে পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম অতিমূল্যায়তি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমানে বাজারে বেশ কিছু দুর্বল কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। বেশকিছু শেয়ার নিয়ে জুয়া খেলা হচ্ছে। এই জুয়া খেলা বন্ধ না হলে আবারও বড় ধরনের লোকসানে মুখে পড়তে পারেন বিনিয়োগকারীরা।

এ ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীদি বিভাগের শিক্ষকব অধ্যাপক আবু আহমেদ সারাবাংলাকে বলেন, পুঁজিবাজারে সব শেয়ার না হলেও বেশ কিছু দুর্বল কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কিছু জুয়ারি কারসাজি করে এসব শেয়ারের দাম বাড়ি্য়েছে। সাধারণ বিনিয়োগকারীদের জুয়াড়িদের পেছনে ছুটলে ক্ষতিগ্রস্ত হতে হবে।

তিনি বলেন, ‘কোম্পানির ফান্ডামেন্টাল দেখে ভালো শেয়ার কিনতে হবে। এখনও বাজারে অনেক ভালো শেয়ার রয়েছে যেগুলোর দাম তুলনামূলকভাবে বাড়েনি। ফলে বিনিয়োগকারীদের দেখে শুনে বিনিয়োগ করতে হবে। অন্যথায় ঝুঁকির মুখে পড়তে হবে।’

এদিকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনশেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৬২ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৮৮১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির ১৭৭টির দাম বেড়েছে, কমেছে ১৭৭টির এবং ২২টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকা।

আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫৮ পয়েন্টে উন্নীত হয়। অন্যদিকে ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৪৭ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩২ টি কোম্পানির ৩ কোটি ১৪ লাখ ১৩ হাজার ৭৯২টি শেয়ার ও মিউচ্যয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৯৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬২ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১২১ পয়েন্টে উন্নীত হয়।