লকডাউন না থাকায় অর্থনীতি সচল

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • / 203
লকডাউন না থাকায় দেশের অর্থনীতি সচল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে রাজধানীর নবাব আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সফলভাবে করোনা মোকাবিলা করেছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম ছিল। রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আইসিইউসহ সব ধরনের ব্যবস্থাও করা হয়েছে। কেউ বলতে পারবে না, চিকিৎসা বা অক্সিজেনের অভাবে কেউ মারা গেছেন।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আসার পরেই মূলত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন না থাকায় দেশের অর্থনীতিও সচল হয়েছে। তবে এখন করোনার টিকা নিশ্চিত করাই মূল কাজ। সে লক্ষ্যে এরই মধ্যে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হয়েছে। চলতি মাসে আরও দেড় কোটি ডোজ টিকা আসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লকডাউন না থাকায় অর্থনীতি সচল

আপডেট : ১২:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
লকডাউন না থাকায় দেশের অর্থনীতি সচল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে রাজধানীর নবাব আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সফলভাবে করোনা মোকাবিলা করেছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম ছিল। রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আইসিইউসহ সব ধরনের ব্যবস্থাও করা হয়েছে। কেউ বলতে পারবে না, চিকিৎসা বা অক্সিজেনের অভাবে কেউ মারা গেছেন।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আসার পরেই মূলত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন না থাকায় দেশের অর্থনীতিও সচল হয়েছে। তবে এখন করোনার টিকা নিশ্চিত করাই মূল কাজ। সে লক্ষ্যে এরই মধ্যে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হয়েছে। চলতি মাসে আরও দেড় কোটি ডোজ টিকা আসবে।