পরিত্যক্ত জমি খুঁড়ে মিলল ৪৫ লাখ টাকার হীরা

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • / 131
সাধারণ জায়গায়ও অনুসন্ধানে পাওয়া যেতে পারে অসাধারণ কিছু। ১৫ বছরের অক্লান্ত পরিশ্রমে এ জমি ও জমি খুঁড়ে ভারতের মধ্যপ্রদেশের চার শ্রমিক অবশেষে খুঁজে পেলেন ৮ দশমিক ২২ ক্যারাটের হীরা, যার বর্তমান বাজারদর প্রায় ৪০ লাখ রুপি (যা বাংলাদেশি মুদ্রায় হয় ৪৫ লাখ টাকা)। খবর আনন্দবাজার অনলাইনের।

মধ্যপ্রদেশের পান্না হীরার খনির জন্য বিখ্যাত। সেই পান্নারই হিরাপুর তাপারিয়া এলাকায় গত ১৫ বছর ধরে একের পর এক জমি লিজ নিয়েছিলেন চার শ্রমিক। এক দিন না এক দিন ওই জমি থেকে হিরা খুঁজে পাবেন, এই আশা নিয়েই লিজ নেওয়া জমিতে হীরা খোঁজা শুরু করেন তারা।

শ্রমিকদের মধ্যে একজন রঘুবীর প্রজাপতি জানান, খনিতে কাজ করার সুবাদে তাদের অভিজ্ঞতা ছিল। তাই ছোট ছোট পরিত্যক্ত খনি লিজ নিতেন হীরা খুঁজে পাওয়ার আশায়। কিন্তু প্রতি বারই তাদের খালি হাতে ফিরতে হয়েছে। এ বছরের শুরুতেই হিরাপুরে একটি জমি লিজ নিয়েছিলেন তারা। গত ছ’মাস ধরে সেই জমিতে হীরা খুঁজে গেছেন। এই জমি তাদের হতাশ করেনি। জমি খুঁড়ে রঘুবীররা খুঁজে পেয়েছেন ৮ দশমিক ২২ ক্যারেটের হীরা। আর সেই হীরা খুঁজে পেয়েছেন রঘুবীর নিজেই।

এই ঘটনায় শোরগোল পড়ে গেছে পান্না জেলায়। জেলা প্রশাসক সঞ্জয়কুমার মিশ্র জানান, হীরাটি নিলামে তোলা হবে। নিলামে যে টাকা পাওয়া যাবে তার উপর রয়্যালটি এবং কর কাটার পর বাকি টাকা তুলে দেওয়া হবে চার শ্রমিকের হাতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিত্যক্ত জমি খুঁড়ে মিলল ৪৫ লাখ টাকার হীরা

আপডেট : ০১:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
সাধারণ জায়গায়ও অনুসন্ধানে পাওয়া যেতে পারে অসাধারণ কিছু। ১৫ বছরের অক্লান্ত পরিশ্রমে এ জমি ও জমি খুঁড়ে ভারতের মধ্যপ্রদেশের চার শ্রমিক অবশেষে খুঁজে পেলেন ৮ দশমিক ২২ ক্যারাটের হীরা, যার বর্তমান বাজারদর প্রায় ৪০ লাখ রুপি (যা বাংলাদেশি মুদ্রায় হয় ৪৫ লাখ টাকা)। খবর আনন্দবাজার অনলাইনের।

মধ্যপ্রদেশের পান্না হীরার খনির জন্য বিখ্যাত। সেই পান্নারই হিরাপুর তাপারিয়া এলাকায় গত ১৫ বছর ধরে একের পর এক জমি লিজ নিয়েছিলেন চার শ্রমিক। এক দিন না এক দিন ওই জমি থেকে হিরা খুঁজে পাবেন, এই আশা নিয়েই লিজ নেওয়া জমিতে হীরা খোঁজা শুরু করেন তারা।

শ্রমিকদের মধ্যে একজন রঘুবীর প্রজাপতি জানান, খনিতে কাজ করার সুবাদে তাদের অভিজ্ঞতা ছিল। তাই ছোট ছোট পরিত্যক্ত খনি লিজ নিতেন হীরা খুঁজে পাওয়ার আশায়। কিন্তু প্রতি বারই তাদের খালি হাতে ফিরতে হয়েছে। এ বছরের শুরুতেই হিরাপুরে একটি জমি লিজ নিয়েছিলেন তারা। গত ছ’মাস ধরে সেই জমিতে হীরা খুঁজে গেছেন। এই জমি তাদের হতাশ করেনি। জমি খুঁড়ে রঘুবীররা খুঁজে পেয়েছেন ৮ দশমিক ২২ ক্যারেটের হীরা। আর সেই হীরা খুঁজে পেয়েছেন রঘুবীর নিজেই।

এই ঘটনায় শোরগোল পড়ে গেছে পান্না জেলায়। জেলা প্রশাসক সঞ্জয়কুমার মিশ্র জানান, হীরাটি নিলামে তোলা হবে। নিলামে যে টাকা পাওয়া যাবে তার উপর রয়্যালটি এবং কর কাটার পর বাকি টাকা তুলে দেওয়া হবে চার শ্রমিকের হাতে।